প্রথম দেখা- অনুগল্প
বালিকা,
ডাক্টার আমি। তোমার সাথে প্রথম দেখা হওয়ার কথা ছিল আমার চেম্বারে বা কোন পার্কে কিংবা কোন রেস্টুরেন্টে অথবা হয়তো কোন শপিং মলে।
দেখা তো হলো। কিন্তু আমার হাসপাতালের মর্গে কেন?
উত্তর দেবে কি?
ফেসবুকে যোগাযোগ করুন এখানে
ডাক্টার আমি। তোমার সাথে প্রথম দেখা হওয়ার কথা ছিল আমার চেম্বারে বা কোন পার্কে কিংবা কোন রেস্টুরেন্টে অথবা হয়তো কোন শপিং মলে।
দেখা তো হলো। কিন্তু আমার হাসপাতালের মর্গে কেন?
উত্তর দেবে কি?
ফেসবুকে যোগাযোগ করুন এখানে
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৭/০৫/২০১৬
-
শান্তনু ব্যানার্জ্জী ৩০/০৯/২০১৫ভালো লাগল
-
তপন দাস ২৯/০৯/২০১৫ভালো লাগলো আপনার অনু গল্পটা।
-
মাহফুজুর রহমান ২৯/০৯/২০১৫গদ্যে ছ্ন্দ থাকতে পারে না, এটা মনে হয় পুরাতন একটা ধ্যান ধারনা । আমার কাছে বারবার মনে হয় -গদ্য যারা লিখে তাদের কবিতার প্রতি এক ধরনের ঝোঁক থাকা প্রয়োজন , তাতে শব্দের যে একটা খেলা আছে , তাকে আয়ত্ত করা যায়।
-
দেবব্রত সান্যাল ২৯/০৯/২০১৫অনু গল্প , অনেকটা গদ্য ছন্দে লেখা কবিতার মত। এই সুক্ষ্ণ পার্থক্যটা ধরতে পারিনা। পড়ে ভালো লাগলো।
-
অভিষেক মিত্র ২৯/০৯/২০১৫ফাটাফাটি
-
নূরুজ্জামান নাঈম ২৮/০৯/২০১৫বেশ ভাল।
-
সমরেশ সুবোধ পড়্যা ২৮/০৯/২০১৫ছোটো অথচ অনেক কথা, ভাল লাগল ।
-
রাশেদ খাঁন ২৮/০৯/২০১৫ছোটগল্প হিসেবে অসাধারন হয়েছে
Wishing........ for point of view
[email protected]