স্বপ্ন কিংবা মিথ্যা
একটু পর সৈকত চলে যাবে। মিথীলার চোখ ছলছল করছে। মিথিলা গালে হাত রেখে বলল,
-"কাঁদিস না বুড়ি। আমিতো পরশুই আবার আসবো।"
সৈকতের কথা গুলো যেন অনেক কষ্টে আটকে রাখা চোখের জল গুলোকে উথলে দিল। কেঁদে ফেলল মিথিলা। জল গুলো মুছিয়ে দিল সৈকত।
-"প্লিজ মন খারাপ করিস না। আচ্ছা যা আমি কালই আসবো দেখা করতে..."
এবার একটু হাসে মিথিলা। ওর গালটা টেনে দেয় সৈকত।
বাস চলতে শুরু করেছে। এমন সময় সৈকতের মুঠোফোনটা বেজে ওঠে। কল রিসিভ করে কানে ঠেকায় ও।
-"হ্যালো!"
হ্যালো'র জবাবে ভেসে আসে,
-"ভালোবাসি..."
-"কাঁদিস না বুড়ি। আমিতো পরশুই আবার আসবো।"
সৈকতের কথা গুলো যেন অনেক কষ্টে আটকে রাখা চোখের জল গুলোকে উথলে দিল। কেঁদে ফেলল মিথিলা। জল গুলো মুছিয়ে দিল সৈকত।
-"প্লিজ মন খারাপ করিস না। আচ্ছা যা আমি কালই আসবো দেখা করতে..."
এবার একটু হাসে মিথিলা। ওর গালটা টেনে দেয় সৈকত।
বাস চলতে শুরু করেছে। এমন সময় সৈকতের মুঠোফোনটা বেজে ওঠে। কল রিসিভ করে কানে ঠেকায় ও।
-"হ্যালো!"
হ্যালো'র জবাবে ভেসে আসে,
-"ভালোবাসি..."
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কল্লোল বেপারী ৩০/০৮/২০১৫ভালোবাসা বেচে থাক সবার মাঝে।
-
অবুঝ ব্লগার ২৩/০৪/২০১৫ভাল
-
আনন্দ মোহন বিশ্বাস ১৮/০৪/২০১৫সুন্দর মুহূর্তের একফালি চিত্র ।
খুব ভাল লাগল । -
অগ্নিপক্ষ ১৮/০৪/২০১৫