হ্যা তোমাকেই বলছি
কথা গুলো রূঢ় শোনালেও এটাই সত্যি।
হে নারী এদেশের স্বাধীন বিচার ব্যবস্থা, সংবিধান কেউই তোমাকে ইভ টিজিং থেকে বাচাবে না। সংবিধানে ইভ টিজিং নিয়ে কোন বিধান নাই। ইভ টিজিং এর মামলা গুলো বেশির ভাগই হয় শিশু নির্যাতন আইনে। আর চালাক কয়েকজন উকিল আছেন যারা মামলা গুলো নারি নির্যাতনের আইনে সাজান।
এতো কিছুর পরে ফলাফল কি জানো?
মাত্র ৬০০০ টাকা জরিমানা কিংবা এক বছরের কারাদন্ড।
তাই যা করার তোমাকেই করতে হবে। আর সেটা কি সেটাও তোমাকে সমাজ, আইন, সংবিধান কিংবা আমিও বলব না।
কারন আমরা সবাই সেই পুরুষ।
হে নারী এদেশের স্বাধীন বিচার ব্যবস্থা, সংবিধান কেউই তোমাকে ইভ টিজিং থেকে বাচাবে না। সংবিধানে ইভ টিজিং নিয়ে কোন বিধান নাই। ইভ টিজিং এর মামলা গুলো বেশির ভাগই হয় শিশু নির্যাতন আইনে। আর চালাক কয়েকজন উকিল আছেন যারা মামলা গুলো নারি নির্যাতনের আইনে সাজান।
এতো কিছুর পরে ফলাফল কি জানো?
মাত্র ৬০০০ টাকা জরিমানা কিংবা এক বছরের কারাদন্ড।
তাই যা করার তোমাকেই করতে হবে। আর সেটা কি সেটাও তোমাকে সমাজ, আইন, সংবিধান কিংবা আমিও বলব না।
কারন আমরা সবাই সেই পুরুষ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ১৬/০৪/২০১৫
-
আনন্দ মোহন বিশ্বাস ১৬/০৪/২০১৫সমসাময়িক চিন্তা !
ভাল লিখেছেন !
নববর্ষের শুভেচ্ছা।