শতাব্দীর প্রণয়
শতাব্দীর হাতে ফুটন্ত গোলাপ
কম্পীত ঠোঁট,তৃষনাত্ব বুকের ঘ্রাণ
চোখের ভাসমান স্রোত
এ বিশাল পৃতিবীতে তোমার প্রণয়
সব মিলিয়ে আমার কৃত্রিম হাঁসি!
সিগারেটের জ্বলন্ত আগুন
ক্ষত বিক্ষত আমার সর্বময় অস্তিত
কত মাস কত বৎসর তোমার প্রণয়ের মাথা ঠুকেছি
তুমি ফিরে দেখনি
নিষ্ঠুর সময় বদলে গেছে
গলাটিপে হত্যা করেছি প্রণয়
আমি ক্লান্ত,আমার মানসিকতা
উধ্ধতম অধ্যায় অধ্যায়নরত
হিসাব নিকাশের পাতা ছিড়ে
কবিতা করে রেখেছি সমস্ত অন্তরে
ফিরে যা প্রণয় ফিরে যা--
আমাকে নিজের ভিতর নিজেকে রাখতে দে
নাহি যেতে চাই-
সেই কলঙ্কীত অতীতের মাঝে।
কম্পীত ঠোঁট,তৃষনাত্ব বুকের ঘ্রাণ
চোখের ভাসমান স্রোত
এ বিশাল পৃতিবীতে তোমার প্রণয়
সব মিলিয়ে আমার কৃত্রিম হাঁসি!
সিগারেটের জ্বলন্ত আগুন
ক্ষত বিক্ষত আমার সর্বময় অস্তিত
কত মাস কত বৎসর তোমার প্রণয়ের মাথা ঠুকেছি
তুমি ফিরে দেখনি
নিষ্ঠুর সময় বদলে গেছে
গলাটিপে হত্যা করেছি প্রণয়
আমি ক্লান্ত,আমার মানসিকতা
উধ্ধতম অধ্যায় অধ্যায়নরত
হিসাব নিকাশের পাতা ছিড়ে
কবিতা করে রেখেছি সমস্ত অন্তরে
ফিরে যা প্রণয় ফিরে যা--
আমাকে নিজের ভিতর নিজেকে রাখতে দে
নাহি যেতে চাই-
সেই কলঙ্কীত অতীতের মাঝে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।