আমার রবীন্দ্রনাথ
তুমি আজও আছো,
আমার মনের আঙ্গিনায়,
দুঃখ কিংবা সুখে মন আজও
তোমারই গান গায়।
আজও তুমি আছো,
হয়ে বঙ্গো-সাহিত্যের চালক,
তোমার মাথায় শোভা পায়,
নোবেল জয়ের পালোক।
তোমার কবিতায় যেন,
ছুয়ে যাই তোমার হাত,
নিও প্রনাম তুমি,
"বিশ্ববরেন্য আমার রবীন্দ্রনাথ"
আমার মনের আঙ্গিনায়,
দুঃখ কিংবা সুখে মন আজও
তোমারই গান গায়।
আজও তুমি আছো,
হয়ে বঙ্গো-সাহিত্যের চালক,
তোমার মাথায় শোভা পায়,
নোবেল জয়ের পালোক।
তোমার কবিতায় যেন,
ছুয়ে যাই তোমার হাত,
নিও প্রনাম তুমি,
"বিশ্ববরেন্য আমার রবীন্দ্রনাথ"
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ১৬/০৪/২০১৫
-
সবুজ আহমেদ কক্স ১৫/০৪/২০১৫মুগ্ধ হলাম
-
তরীকুল ইসলাম সৈকত ১৫/০৪/২০১৫ভালোই লাগলো...
শুভ কামনা।