খালি পকেট
জীবনের ছোট ছোট দু:খগুলো লুকিয়ে,
ছোট ছোট আনন্দগুলো বরন করে নেওয়ার মাঝে এক প্রকার সুখ লুকিয়ে থাকে।
খালি পকেটে এক প্রকার সুখ আছে।জীবনকে জানার সুখ।আশে-পাশের সবাইকে চিনে নেওয়ার সুখ।যার ফলে এক প্রকার শক্তি যোগায়।নিজের জীবনের গঠনের কাজে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া যায়।দু:খের সময় সুখ খোঁজে যাওয়া বোকামি নয়,বরং এক প্রকার হৃদয়ের শক্তি।
-Tanju
ছোট ছোট আনন্দগুলো বরন করে নেওয়ার মাঝে এক প্রকার সুখ লুকিয়ে থাকে।
খালি পকেটে এক প্রকার সুখ আছে।জীবনকে জানার সুখ।আশে-পাশের সবাইকে চিনে নেওয়ার সুখ।যার ফলে এক প্রকার শক্তি যোগায়।নিজের জীবনের গঠনের কাজে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া যায়।দু:খের সময় সুখ খোঁজে যাওয়া বোকামি নয়,বরং এক প্রকার হৃদয়ের শক্তি।
-Tanju
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃঅলোক সরকার ১৯/০৭/২০২১হৃদয়ের অনির্বাণ ভালোবাসাই একমাত্র পন্থা সকলকে জন করার। ভালো লাগলো কবিতাটা। শুভেচ্ছা।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৫/০৩/২০২০ভালো লেগেছে ।
-
আরজু নাসরিন পনি ২৫/১১/২০১৯দু:খের সময়ে সফলভাবে নিজেকে নিয়ন্ত্রণ করাই শ্রেষ্ট উপায়। শুভেচ্ছা রইলো।
-
নুর হোসেন ২২/১১/২০১৯বাস্তবতা বড় নির্মম ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২২/১১/২০১৯অনবদ্য অনুভূতি। মুগ্ধতা রেখে গেলাম।
-
নাসরীন আক্তার রুবি ২১/১১/২০১৯সুন্দর অনুভূতি
-
সাইয়িদ রফিকুল হক ২১/১১/২০১৯ভালো।