www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

খালি পকেট

জীবনের ছোট ছোট দু:খগুলো লুকিয়ে,
ছোট ছোট আনন্দগুলো বরন করে নেওয়ার মাঝে এক প্রকার সুখ লুকিয়ে থাকে।
খালি পকেটে এক প্রকার সুখ আছে।জীবনকে জানার সুখ।আশে-পাশের সবাইকে চিনে নেওয়ার সুখ।যার ফলে এক প্রকার শক্তি যোগায়।নিজের জীবনের গঠনের কাজে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া যায়।দু:খের সময় সুখ খোঁজে যাওয়া বোকামি নয়,বরং এক প্রকার হৃদয়ের শক্তি।
-Tanju
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৮৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast