ইচ্ছে
যদি ইচ্ছে হয়
আবার যাবো ছুটে,
বুড়ি-গঙ্গার তীরে
পর্দার আড়ালে।
যদি ইচ্ছে হয়,
আবার ফিরে ফিরে চাইবো
তোমার পানে
এক বুক যন্ত্রণা নিয়ে।
যদি ইচ্ছে হয়,
আবার খুঁজব তোমায়
শত লোকের ভীরে,
জানালার পাশে দাঁড়িয়ে
অশ্রু ভরা চোখে।
আবার যাবো ছুটে,
বুড়ি-গঙ্গার তীরে
পর্দার আড়ালে।
যদি ইচ্ছে হয়,
আবার ফিরে ফিরে চাইবো
তোমার পানে
এক বুক যন্ত্রণা নিয়ে।
যদি ইচ্ছে হয়,
আবার খুঁজব তোমায়
শত লোকের ভীরে,
জানালার পাশে দাঁড়িয়ে
অশ্রু ভরা চোখে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান/জীবন ২৯/১১/২০১৮লেখনী ভালো
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৯/১১/২০১৮বিরহ কেবলই সাথে রয়
হৃদয়ে তারই কথা কয়। -
শামিম ইশতিয়াক ২৯/১১/২০১৮সুন্দর লিখা
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৯/১১/২০১৮ভাল
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৮/১১/২০১৮অল্প কথায় অনেক সুন্দর লিখলেন।