জানালা দিয়ে পালিয়ে যাবো
বৃষ্টি প্রেমিক তার প্রেয়সীকে বলে-
“বৃষ্টির রুম ঝুম ছন্দে
মন যে আজ উতলা।
এই অবুঝ রাতে যদি
তোমার হাতটা ধরি,
ধরা দিবে আমায়?”
প্রেয়সী বলে,
“না,দিবো না ধরা,
হবে না তোমার আশা পূরণ”
ভ্রু কুঁচকে প্রেমিক বলে,
“কেন?”
প্রেয়সী বলে,
“পারবে না ধরতে,
ধরতে গেলে যে-
যে জানালা দিয়ে পালিয়ে যাবো।”
প্রেমিক হেসে বলে,
“দিবো না যে পালাতে,
আটকে রাখবো হৃদয়ের মাঝে”
“বৃষ্টির রুম ঝুম ছন্দে
মন যে আজ উতলা।
এই অবুঝ রাতে যদি
তোমার হাতটা ধরি,
ধরা দিবে আমায়?”
প্রেয়সী বলে,
“না,দিবো না ধরা,
হবে না তোমার আশা পূরণ”
ভ্রু কুঁচকে প্রেমিক বলে,
“কেন?”
প্রেয়সী বলে,
“পারবে না ধরতে,
ধরতে গেলে যে-
যে জানালা দিয়ে পালিয়ে যাবো।”
প্রেমিক হেসে বলে,
“দিবো না যে পালাতে,
আটকে রাখবো হৃদয়ের মাঝে”
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৯/২০১৮বেশ!
-
মোঃ ফাহাদ আলী ১৭/০৯/২০১৮সুন্দর
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৭/০৯/২০১৮সুন্দর!!
জালানা নাকি জানালা কোনটি ঠিক?
ধন্যবাদ। -
মেহেদী হাসান (নয়ন) ১৬/০৯/২০১৮অসাধারণ
-
অলি শর্ম্মা ১৬/০৯/২০১৮Darun hoyechy
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৬/০৯/২০১৮অসাধারণ। অনন্য।