ভালবাসা বনাম টাকা
টাকা আমাদের বিলাসবহুল বাড়ি দিতে পারে,তিন বেলা দু-মুঠো খাবার দিতে পারে,অলঙ্কার দিতে পারে।কিন্তু কখনো ভালবাসা দিতে পারে না।মনের মাঝে সুখ এনে দিতে পারে না।
মাথার উপর ছাদ না থাকলেও যদি নিজেদের মধ্যে ভালবাসা থাকে তাহলে,সকল কষ্ট জল হয়ে যায়।
অভাব আসলে ভালবাসা জানালা দিয়ে পালায় না।যে ভালবাসা অভাব আসার সাথে সাথে জানালা দিয়ে পালায়,তাকে ভালবাসা বলে না।তা শুধু মাত্র স্বার্থপরতা।
দু:খের মাঝে লড়াই করে,একটু সুখ খুঁজে পাওয়ার নাম ভালবাসা।যে কোন বিপদে মাঝে,দুজন দুজনার হাত শক্ত করে ধরে রাখা হল ভালবাসা।দুজন দুজনের প্রতি মায়া,শ্রদ্ধাবোধ,বিশ্বাসের নাম ভালবাসা।
মাথার উপর ছাদ না থাকলেও যদি নিজেদের মধ্যে ভালবাসা থাকে তাহলে,সকল কষ্ট জল হয়ে যায়।
অভাব আসলে ভালবাসা জানালা দিয়ে পালায় না।যে ভালবাসা অভাব আসার সাথে সাথে জানালা দিয়ে পালায়,তাকে ভালবাসা বলে না।তা শুধু মাত্র স্বার্থপরতা।
দু:খের মাঝে লড়াই করে,একটু সুখ খুঁজে পাওয়ার নাম ভালবাসা।যে কোন বিপদে মাঝে,দুজন দুজনার হাত শক্ত করে ধরে রাখা হল ভালবাসা।দুজন দুজনের প্রতি মায়া,শ্রদ্ধাবোধ,বিশ্বাসের নাম ভালবাসা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৩/২০১৮সেই ভালোবাসা জাগ্রত হোক সবার মনে।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২১/০৩/২০১৮সে ভালোবাসা কোথায় খুঁজে পাই ?
-
পি পি আলী আকবর ২১/০৩/২০১৮ভালো