ব্যস্ত শহরের গাড়ি
ব্যস্ত শহরের গাড়িতে,
যাচ্ছি মোরা বাড়িতে।
সারা দিনের কাজ শেষে
ক্লান্তিমাখা মুখ নিয়ে
ছুটছে গাড়ি গন্তব্যে।
যাত্রী উঠে,
যাত্রী নামে,
ভীড় যেনো নাহি কমে।
গাড়ি আবার জ্যামে পরে
জীবনটা যায় অতিষ্ট হয়ে।
ব্যস্ত শহরের গাড়িতে
জনগনের সারিতে
একটুখানি ঠাঁয় নিয়ে,
যাচ্ছি মোরা বাড়িতে
জীবন রেখে বাজিতে।
যাচ্ছি মোরা বাড়িতে।
সারা দিনের কাজ শেষে
ক্লান্তিমাখা মুখ নিয়ে
ছুটছে গাড়ি গন্তব্যে।
যাত্রী উঠে,
যাত্রী নামে,
ভীড় যেনো নাহি কমে।
গাড়ি আবার জ্যামে পরে
জীবনটা যায় অতিষ্ট হয়ে।
ব্যস্ত শহরের গাড়িতে
জনগনের সারিতে
একটুখানি ঠাঁয় নিয়ে,
যাচ্ছি মোরা বাড়িতে
জীবন রেখে বাজিতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০১/২০১৮মজার ছড়া।
-
মোঃ ফাহাদ আলী ২৭/০১/২০১৮আরো সুন্দর হওয়া চাই। শুভকামনা রইল।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৭/০১/২০১৮বাহ
-
শ্যাম রাজ(শ্রী রাধাশ্যাম জানা) ২৬/০১/২০১৮ভালো বেশ
-
সাঁঝের তারা ২৬/০১/২০১৮সুন্দর