তুমি অামার
তুমি আমার হাসির কারন,
তুমি আমার হাজার ভুলের বারণ।
তুমি অামার চোখের জল
মুছে দেওয়ার হাত,
তোমায় নিয়ে ভেবে যায়,
দিন-রাত।
তুমি অামার স্নিগ্ধ সকালের
সোনালী সূর্যের অালো,
ঘুমন্ত চোখে
তোমায় দেখতে লাগে ভালো।
তুমি আমার ক্লান্ত বিকেলের
ঝিরি ঝিরি হাওয়া।
তুমি আমার শত বাহানায়,
অবিরাম খুশির মেলা।
তুমি আমার চাঁদের
আলোর দোলনা,
তোমার কোলে মাথা রেখে
তারাগুলো গুনা।
তুমি অামার নি:শ্বাসের ভাষা,
তুমি অামার বেঁচে থাকার অাশা।
তুমি আমার একলা রাতের সাথী
আমি যে শুধু তোমায় ভালোবাসি।
তুমি আমার হাজার ভুলের বারণ।
তুমি অামার চোখের জল
মুছে দেওয়ার হাত,
তোমায় নিয়ে ভেবে যায়,
দিন-রাত।
তুমি অামার স্নিগ্ধ সকালের
সোনালী সূর্যের অালো,
ঘুমন্ত চোখে
তোমায় দেখতে লাগে ভালো।
তুমি আমার ক্লান্ত বিকেলের
ঝিরি ঝিরি হাওয়া।
তুমি আমার শত বাহানায়,
অবিরাম খুশির মেলা।
তুমি আমার চাঁদের
আলোর দোলনা,
তোমার কোলে মাথা রেখে
তারাগুলো গুনা।
তুমি অামার নি:শ্বাসের ভাষা,
তুমি অামার বেঁচে থাকার অাশা।
তুমি আমার একলা রাতের সাথী
আমি যে শুধু তোমায় ভালোবাসি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০১/০১/২০১৮বেশ সুন্দর ভাবনা। শুভ নববর্ষ কবি...
-
কামরুজ্জামান সাদ ০১/০১/২০১৮সুন্দর।
-
অভিষেক চক্রবর্তী ৩১/১২/২০১৭Very Good
-
সাইয়িদ রফিকুল হক ৩১/১২/২০১৭ভালো।
-
সাইদুর রহমান ৩১/১২/২০১৭ভালো লিখেছেন।
-
সোহাগ রায় ৩১/১২/২০১৭অসাধারণ হয়েছে,,
-
মধু মঙ্গল সিনহা ৩০/১২/২০১৭খুব ভালো কবিতা।