কথার ভুবন
কথার ভুবনে
আমি আজও
অগোছালো কথা বলা নারী,
ক্ষমা করে দিও
যদি না তোমার
মনের মত
কথা শোনাতে পারি।
কথার ভাষা নেই আমার মুখে,
তাই তো কথার আসর ছেড়ে
চলে গেছি বহু দূরে।
মনটা যে ফেরারী
মনের কথা মনকেই বলি,
কি আছে কথা বলার মতো
সংকোচে আমি আবনত।
অগোছালো কথাগুলো
গুছিয়ে নেওয়ার বৃথা চেষ্টায়।
তবুও উজার করে বলে যায়,
আমার সুরহীন কন্ঠে -
কথার ভুবনের অগোছালো কথা।
Writer:Tanju H
আমি আজও
অগোছালো কথা বলা নারী,
ক্ষমা করে দিও
যদি না তোমার
মনের মত
কথা শোনাতে পারি।
কথার ভাষা নেই আমার মুখে,
তাই তো কথার আসর ছেড়ে
চলে গেছি বহু দূরে।
মনটা যে ফেরারী
মনের কথা মনকেই বলি,
কি আছে কথা বলার মতো
সংকোচে আমি আবনত।
অগোছালো কথাগুলো
গুছিয়ে নেওয়ার বৃথা চেষ্টায়।
তবুও উজার করে বলে যায়,
আমার সুরহীন কন্ঠে -
কথার ভুবনের অগোছালো কথা।
Writer:Tanju H
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
একনিষ্ঠ অনুগত ১৫/১২/২০১৭বাংলা কবিতা ডট কম এও পড়েছি। আবারও পড়লাম। বেশ ভালো।
-
আরিয়ান আহম্মেদ সাব্বির ১৫/১২/২০১৭Bd