ভেঙ্গে যাওয়া স্বপ্ন
ঝড়ো হাওয়ায়
নৌকা ডুবে যায়।
নদী তার কূল হারায়,
স্বপ্ন তার ভেঙ্গে যায়।
অাশার অালো
নিভে যায়।
অন্ধকার পথের
পথিক হয়ে,
চলতে থাকি
একলা পথে।
হাত তো বাড়ায় না কেও
একটু সহযাত্রী হয়ে।
নিভে যাওয়া প্রদীপ
জ্বালাই না কেও
শুভাকাঙ্খী হয়ে।
নিয়তির পথে
চলেছি অামি,
অন্ধকারের সাথে।
অালো তো অাসেনা
অামার কাছে,
স্বপ্নগুলো সাজিয়ে।।
ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো
অন্ধকারের সঙ্গী।
কবে যে পাবো
অাশার অালো,
অাসবে কবে দিনটি।।
নৌকা ডুবে যায়।
নদী তার কূল হারায়,
স্বপ্ন তার ভেঙ্গে যায়।
অাশার অালো
নিভে যায়।
অন্ধকার পথের
পথিক হয়ে,
চলতে থাকি
একলা পথে।
হাত তো বাড়ায় না কেও
একটু সহযাত্রী হয়ে।
নিভে যাওয়া প্রদীপ
জ্বালাই না কেও
শুভাকাঙ্খী হয়ে।
নিয়তির পথে
চলেছি অামি,
অন্ধকারের সাথে।
অালো তো অাসেনা
অামার কাছে,
স্বপ্নগুলো সাজিয়ে।।
ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো
অন্ধকারের সঙ্গী।
কবে যে পাবো
অাশার অালো,
অাসবে কবে দিনটি।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুসা খান ১৭/১০/২০১৭মন ভরে গেল
-
রুনা লায়লা ১৭/১০/২০১৭সুন্দর !
-
সাঁঝের তারা ০৫/১০/২০১৭সেই দিনটি আসবেই ...চমৎকার কবিতা
-
আব্দুল হক ০৫/১০/২০১৭স্বপ্ন্ই দেখা কারো কারো জন্য দুষের!!
-
কামরুজ্জামান সাদ ০৫/১০/২০১৭হাওয়াই>হাওয়ায়।শুভেচ্ছা কবিবন্ধু।
-
আজাদ আলী ০৪/১০/২০১৭Ek din asar alo jolbei.