দেখা
অজানায় মিলে যায়,
অামাদের পথ।।
দেখা হবে না,
সেটা কি হয়।
দেখবো তোমায়,
বেশীক্ষন না হলেও
অল্প একটু সময়ের জন্যে।।
তপ্ত রোদে পুড়ে যাবো,
তবুও তোমার অাশায়
পথ চেয়ে থাকব।
দূর থেকে হাসি মুখটা দেখবো,
হাতের ইশারাই
তোমায় বলব,
এই তো অামি
তোমায় পেয়েছি।।
ছুটে যাবো তোমার কাছে,
তুমি ভয় পেলে?
ক্লান্ত দুপুরে,
কেউ যেনো
নাহি দেখে।
অাপলক দৃষ্টিতে
তোমার মুখটি দেখি লুকিয়ে।
একটু অাকটু গল্পের মাঝে
অল্প সময় যায় বলে।
কিছুক্ষণ পর
আমায় বিদায় দিলে।
একটু সময়ে তোমার দেখা,
মনে হয় জেগে জেগে
স্বপ্ন দেখা।
স্বপ্নের মতো এলে কাছে,
আর চলে গেলে স্বপ্নের মতো।
এই দেখা তো নাই বা শেষ হয়,
তোমার ছবিখানি
যে আমার হৃদয়ে রয়।।
অামাদের পথ।।
দেখা হবে না,
সেটা কি হয়।
দেখবো তোমায়,
বেশীক্ষন না হলেও
অল্প একটু সময়ের জন্যে।।
তপ্ত রোদে পুড়ে যাবো,
তবুও তোমার অাশায়
পথ চেয়ে থাকব।
দূর থেকে হাসি মুখটা দেখবো,
হাতের ইশারাই
তোমায় বলব,
এই তো অামি
তোমায় পেয়েছি।।
ছুটে যাবো তোমার কাছে,
তুমি ভয় পেলে?
ক্লান্ত দুপুরে,
কেউ যেনো
নাহি দেখে।
অাপলক দৃষ্টিতে
তোমার মুখটি দেখি লুকিয়ে।
একটু অাকটু গল্পের মাঝে
অল্প সময় যায় বলে।
কিছুক্ষণ পর
আমায় বিদায় দিলে।
একটু সময়ে তোমার দেখা,
মনে হয় জেগে জেগে
স্বপ্ন দেখা।
স্বপ্নের মতো এলে কাছে,
আর চলে গেলে স্বপ্নের মতো।
এই দেখা তো নাই বা শেষ হয়,
তোমার ছবিখানি
যে আমার হৃদয়ে রয়।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুসা খান ১৭/১০/২০১৭ভালো ্ বাসা এমনি একটি শব্দ একটু অন্যরকম
-
অমিত শমূয়েল সমদ্দার ০৪/১০/২০১৭ভাল
-
রমজান তালুকদার বাপ্পী ০২/১০/২০১৭Nice
-
আজাদ আলী ০২/১০/২০১৭Very nice writing
-
কামরুজ্জামান সাদ ০১/১০/২০১৭মার্জিত লেখা
-
সাঁঝের তারা ০১/১০/২০১৭সুন্দর কবিতা
-
সমির প্রামাণিক ০১/১০/২০১৭বেশ ভালো। শুভকামনা রইলো।
-
ন্যান্সি দেওয়ান ০১/১০/২০১৭better
-
মধু মঙ্গল সিনহা ০১/১০/২০১৭বিজয়ার শুভকামনা...