নব শরৎ
বর্ষা শেষে
শরৎ এসে
কড়া নাড়ল দরজা।
কদমের বিদায়ে
কাশফুলের অামন্ত্রণে
অাকাশ গড়েছে
নীল নকশা।
কাশফুলের মেঘে
নব শরৎ ভিজে,
সাদা নীলে
প্রকৃতি সাজে।।
শিউলী ফুলে
মিষ্টি সুবাসে
শরৎতের গানে
হৃদয় টানে,
শরৎতের নীল অাকাশে
সোনালী সূর্য্য হাসে।।
শরৎ এসে
কড়া নাড়ল দরজা।
কদমের বিদায়ে
কাশফুলের অামন্ত্রণে
অাকাশ গড়েছে
নীল নকশা।
কাশফুলের মেঘে
নব শরৎ ভিজে,
সাদা নীলে
প্রকৃতি সাজে।।
শিউলী ফুলে
মিষ্টি সুবাসে
শরৎতের গানে
হৃদয় টানে,
শরৎতের নীল অাকাশে
সোনালী সূর্য্য হাসে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৬/০৮/২০১৭দারুণ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৬/০৮/২০১৭ভালো।