বুড়ো বয়সে প্রেম
বয়স পেরিয়ে যায়,
কালো চুলগুলো সাদা হয়ে যায়।
তাই বলে কি ভালবাসার,
লাল রং পাল্টে যায়?
না তো-
ভালোবাসার সাত রঙ্গে রঙ্গিন থাকে,
হৃদয়ের মাঝে।
ভালোবাসা যে ধরা দেয়,
সময়ে অসময়ে।
সুন্দর ত্বকটা কুচকে যায়,
বয়সটা ভুলে যায়,
পুরনো কিছু অভ্যাস রয়ে যায়,
ভালোবাসার আঁচলে মুখ লুকায়।
বুড়ো বয়সে প্রেম?
আর বলি কি যে,
সব কিছুর পরিবর্তন হলেও
প্রেম তো প্রেমই রয়ে যায়।
বয়স বাড়ে প্রেমও বাড়ে,
লাল গোলাপের-
ভা্লোবাসা রঙ্গে
বাকী জীবনটা দেয় কাটিয়ে।।
কালো চুলগুলো সাদা হয়ে যায়।
তাই বলে কি ভালবাসার,
লাল রং পাল্টে যায়?
না তো-
ভালোবাসার সাত রঙ্গে রঙ্গিন থাকে,
হৃদয়ের মাঝে।
ভালোবাসা যে ধরা দেয়,
সময়ে অসময়ে।
সুন্দর ত্বকটা কুচকে যায়,
বয়সটা ভুলে যায়,
পুরনো কিছু অভ্যাস রয়ে যায়,
ভালোবাসার আঁচলে মুখ লুকায়।
বুড়ো বয়সে প্রেম?
আর বলি কি যে,
সব কিছুর পরিবর্তন হলেও
প্রেম তো প্রেমই রয়ে যায়।
বয়স বাড়ে প্রেমও বাড়ে,
লাল গোলাপের-
ভা্লোবাসা রঙ্গে
বাকী জীবনটা দেয় কাটিয়ে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৮/২০১৭প্রেম শ্বাশ্বত।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৬/০৮/২০১৭বেশ!
-
অর্ক রায়হান ০৬/০৮/২০১৭ভালো।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৬/০৮/২০১৭ভালো লাগলো
-
কামরুজ্জামান সাদ ০৫/০৮/২০১৭ভালবাসার রঙ পাল্টায় না কখনোই
-
আব্দুল হক ০৫/০৮/২০১৭বদলায়