লক্ষ্যে
পড়ালেখার ফাঁকে
টিচারের আড়ালে
কত না দুষ্টমি করে,
পাঁচটি বছর পাড়ি দিয়ে,
আজ আমি কলেজে।।
বন্ধুদের মায়া ত্যাগে,
স্কুলের স্মৃতি হৃদয়ে গেঁথে,
প্রিয় শিক্ষকদের আর্শীবাদে,
উচ্চ শিক্ষার লক্ষ্যে
এসেছি ঢাকা শহরে।।
অচেনা শহরে,
নতুন ক্যাম্পাসে,
পড়াশুনা করে,
পৌঁছাবো আমার স্বপ্নের লক্ষ্য।।
টিচারের আড়ালে
কত না দুষ্টমি করে,
পাঁচটি বছর পাড়ি দিয়ে,
আজ আমি কলেজে।।
বন্ধুদের মায়া ত্যাগে,
স্কুলের স্মৃতি হৃদয়ে গেঁথে,
প্রিয় শিক্ষকদের আর্শীবাদে,
উচ্চ শিক্ষার লক্ষ্যে
এসেছি ঢাকা শহরে।।
অচেনা শহরে,
নতুন ক্যাম্পাসে,
পড়াশুনা করে,
পৌঁছাবো আমার স্বপ্নের লক্ষ্য।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৭/২০১৭
-
আ'বিরু সাবীল ২৯/০৭/২০১৭শুভকামনা নিরন্তর।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৯/০৭/২০১৭সু ন্দ র।
-
কামরুজ্জামান সাদ ২৮/০৭/২০১৭বেশ
আমি এই শহরে জন্মেছি বলে
আজও এটি ত্যাগ করতে পারিনি।