ছোট্ট চন্দ্রিমা
চন্দ্রিমা চন্দ্র দেখে চৈত্রী মাসে,
পড়াশুনা বাদ দিয়ে শুধু সে হাসে।
খেতে চায় না দুপুরে ডাল দিয়ে ভাত,
শুধু চায় তার মাংসের স্বাদ।
খেলার আগে চায় তার গোল্ডেন কাপ,
না পেলে রেগে চলে যায় দপা-দাপ।
কারো সাথে বলে না কথা,
যদি যায় রেগে।।
শুনে না বারণ,
শত বাঁধা দিলে।।
চন্দ্রিমার চেহারা চাঁদেরই মতন,
যদিও সে এতো দুষ্টু,
তবুও বিনা কারণে
করে না কাউকে জ্বালাতন।
পড়াশুনা বাদ দিয়ে শুধু সে হাসে।
খেতে চায় না দুপুরে ডাল দিয়ে ভাত,
শুধু চায় তার মাংসের স্বাদ।
খেলার আগে চায় তার গোল্ডেন কাপ,
না পেলে রেগে চলে যায় দপা-দাপ।
কারো সাথে বলে না কথা,
যদি যায় রেগে।।
শুনে না বারণ,
শত বাঁধা দিলে।।
চন্দ্রিমার চেহারা চাঁদেরই মতন,
যদিও সে এতো দুষ্টু,
তবুও বিনা কারণে
করে না কাউকে জ্বালাতন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৭/২০১৭
-
সাঁঝের তারা ২৪/০৭/২০১৭বেশ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৪/০৭/২০১৭কারনে > কারণে
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৪/০৭/২০১৭চাঁদেরি > চাঁদেরই
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৪/০৭/২০১৭খুব ভালো।
ভালো।