আমার কিছু প্রিয় বাক্য
১.ভালবাসা বেঁচে থাকার একমাত্র আশা।।
-তানজু এইচ।
২.মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক উত্তম।
-তানজু এইচ।
৩.ভালবাসার অপর নাম বিশ্বাস।বিশ্বাস যত গভীর ভালবাসা তত গভীর।
-তানজু এইচ।
৪.চিন্তা-ভাবনা সবসময় পজেটিভ হওয়ার দরকার।জীবনে যত পজেটিভ চিন্তা করা যায় তত জীবনটা সুন্দর হয়।।
-তানজু এইচ
৫.অন্যের কোন জিনিস দেখে আফসোস করতে নেই।নিজের যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উত্তম।
-তানজু এইচ।
৬.যার হৃদয়ে ভালবাসা যত বেশী,তার হৃদয়ে দু:খ তত বেশী।
-তানজু এইচ।
-তানজু এইচ।
২.মিথ্যা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাঁদানো অনেক উত্তম।
-তানজু এইচ।
৩.ভালবাসার অপর নাম বিশ্বাস।বিশ্বাস যত গভীর ভালবাসা তত গভীর।
-তানজু এইচ।
৪.চিন্তা-ভাবনা সবসময় পজেটিভ হওয়ার দরকার।জীবনে যত পজেটিভ চিন্তা করা যায় তত জীবনটা সুন্দর হয়।।
-তানজু এইচ
৫.অন্যের কোন জিনিস দেখে আফসোস করতে নেই।নিজের যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উত্তম।
-তানজু এইচ।
৬.যার হৃদয়ে ভালবাসা যত বেশী,তার হৃদয়ে দু:খ তত বেশী।
-তানজু এইচ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এম হোসেন ০৮/০৮/২০১৭বেশ ভালো।
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০৭/২০১৭ভালো।
কিন্তু এইচ-এর পূর্ণ রূপ কী? -
বিপ্লব চাকমা ১৬/০৭/২০১৭বাহ্, বেশ লিখেছেন। বিশ্বাসের উপর বাক্যটা আমার চোখে ধরেছে বেশ। কারণ বিশ্বাস হছে শিকড়ের মতো। তবে,
শুধু একবার, শুধু একবার কামড় বসালে মনে অবিশ্বাস নাভিশ্বাস শুরু হয় জীবনের প্রতিটি ক্ষেত্রে। না, এটি আমি কার জিবনে আশা করছিনা। এ জন্য আপনার ৫ নাম্বারটা বেশ কাজ দেবে। দারুণ। জয়ী হবেনই। -
কামরুজ্জামান সাদ ১৬/০৭/২০১৭চিন্তা ভাবনা সবসময় পজেটিভ হওয়া দরকার।সুন্দর লিখেছেন।
-
রেজাউল আবেদীন ১৬/০৭/২০১৭এই ছয়েই হবে জয় , হ্যাঁ আমরা করবো জয়, দেখা হবে সফলতার মাঠে একদিন। সুন্দর বানী, অর্থবহ।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৬/০৭/২০১৭সুন্দর।