অবুঝ ব্যাথা
নিস্তব্ধ দেহটা আজ
বিছানায় লুটে।
চোখের জলে
বালিশ ভিজে।
টেবিলের ল্যাম্পটা
জ্বলে আর নিভে,
কি যেন কি এক
অবুঝ ব্যাথা হৃদয়ে গেঁথে।
প্রকাশ করা যায় না,
কারো সাথে।।
ব্যাথাগুলো হৃদয়ে থেকে থেকে,
চোখ দিয়ে তা-
জল হয়ে শুধু ঝরে।।
বিছানায় লুটে।
চোখের জলে
বালিশ ভিজে।
টেবিলের ল্যাম্পটা
জ্বলে আর নিভে,
কি যেন কি এক
অবুঝ ব্যাথা হৃদয়ে গেঁথে।
প্রকাশ করা যায় না,
কারো সাথে।।
ব্যাথাগুলো হৃদয়ে থেকে থেকে,
চোখ দিয়ে তা-
জল হয়ে শুধু ঝরে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিপ্লব চাকমা ১৪/০৭/২০১৭কবি, কিছু আদুরে ব্যথা জীবনে কাউকে না বলায় উত্তম। কবি ভাল লেগেছে এবং ভাল থাকবেন।
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৭/২০১৭কিছু ব্যথা বুঝা যায় না।
-
অর্ক রায়হান ১১/০৭/২০১৭এই লেখা থেকে আমার মন্তব্য মুছে দিলেন কেন!
[ভালো লাগলো।
নিস্তব্ধ।]
নিস্তব্ধ, মানে উপরে বানান 'নি:স্তব্ধ' ভুল ছিল। ব্যাপারটা বেদনাদায়ক।
ধন্যবাদ। -
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ১১/০৭/২০১৭যাও না তুমি দুঃখের পথে তোমার মাঝেও পিছাবনী আছে।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১১/০৭/২০১৭বেশ!
-
সাঁঝের তারা ১০/০৭/২০১৭অপূর্ব
-
আব্দুল হক ১০/০৭/২০১৭মেয়েরা আগের মত কঁাদে বলে মনে হয়না। এটি অত্যুক্তি নয়, নারীদের অগ্রজাত্রায় আমি গর্ববোধ করি।