কষ্টের জীবন
এত কষ্ট সহ্য করে,
জীবনটা আজ যাচ্ছে পুড়ে।
দিন থেকে সপ্তাহে,
সপ্তাহ থেকে মাসে,
মাস থেকে বছরে,
কাটছে দিন এভাবে।
যে দিন শেষ হবে প্রাণ
সে দিন হবো আমি শান্ত,
হৃদয়ের জমে থাকা
ব্যাথার হবে অবসান।
কষ্টগুলো উড়ে যাবে,
তুমি হবে ঝামেলা মুক্ত।
দেখতে পাবো তোমায়,
কথা বলতে পারব
আড়াল থেকে।।
কষ্টের জীবনে,
মৃত্যু ছাড়া এ মন,
নাহি কিছু চাহে।
জীবনের পথে ঘাটে,
হৃদয় শুধু ধুকে ধুকে কাঁদে।।
জীবনটা আজ যাচ্ছে পুড়ে।
দিন থেকে সপ্তাহে,
সপ্তাহ থেকে মাসে,
মাস থেকে বছরে,
কাটছে দিন এভাবে।
যে দিন শেষ হবে প্রাণ
সে দিন হবো আমি শান্ত,
হৃদয়ের জমে থাকা
ব্যাথার হবে অবসান।
কষ্টগুলো উড়ে যাবে,
তুমি হবে ঝামেলা মুক্ত।
দেখতে পাবো তোমায়,
কথা বলতে পারব
আড়াল থেকে।।
কষ্টের জীবনে,
মৃত্যু ছাড়া এ মন,
নাহি কিছু চাহে।
জীবনের পথে ঘাটে,
হৃদয় শুধু ধুকে ধুকে কাঁদে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৬/০৭/২০১৭সয্য > সহ্য
-
আনিসুর রহমান বাবু ০৬/০৭/২০১৭ভালো লাগলো !!
-
আব্দুল হক ০৫/০৭/২০১৭সুন্দর লিখা, শ্রবারকবাদ!!
-
অর্ক রায়হান ০৫/০৭/২০১৭শান্তি শান্তি শান্তি।
ভালো লাগলো।