চাঁদ
একাকী মায়াবী রাত,
দেখেছি বসে বাঁকা চাঁদ।
শীতল হওয়া যায় যে বয়ে,
সারা দিনের ক্লান্তি সব ধু্য়ে।
বারান্দায় আবছা আলো,
এক কাপ চায়ে
চাঁদটাকে লাগে যে ভালো।।
দেখেছি বসে বাঁকা চাঁদ।
শীতল হওয়া যায় যে বয়ে,
সারা দিনের ক্লান্তি সব ধু্য়ে।
বারান্দায় আবছা আলো,
এক কাপ চায়ে
চাঁদটাকে লাগে যে ভালো।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৌম্যকান্তি চক্রবর্তী ১৭/০৬/২০১৭খুব ভালো লাগল
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০৬/২০১৭বেশ তো!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৬/০৬/২০১৭অনবদ্য।