www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রেহানার ছেলে

কে যায় রে,
কালো গাড়ি চেপে?
ও সে যে রেহানার ছেলে,
যাচ্ছে সেজে,
অফিসার বেশে।।

সে ৩০ বছর আগে,
কত দু:খ কষ্ট সয্য করে
জন্ম দিল এই ছেলে।

পিতা হারা ছেলের জন্যে,
মাথার ঘাম পায়ে ফেলে,
করেছে মানুষ এ সমাজে।

বাড়ি হল,
গাড়ি হল,
এই বুঝি
দু:খের অবসান হল।

কিন্তু কই?
আজও যে রেহানার চোখে
জল থৈ থৈ।

বছর চারেক আগে
বিদায় নিল ছেলের থেকে,
শেষ আশ্রয় বৃদ্ধাশ্রমে।

চোখে অশ্রুসিক্ত জল
তবুও ছেলের জন্য দোয়া অটল-
“পুত্র আমার সুখে থাকুক,
এ জগৎ সংসারে।”
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৬/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চমৎকার বিষয়।
  • বাস্তবের ছবি।
    • Tanju H ১৩/০৬/২০১৭
      ধন্যবাদ ভাইয়া।অফুরন্ত শুভেচ্ছা।
  • সাঁঝের তারা ১১/০৬/২০১৭
    অনন্য অসাধারণ
  • এম,এ,মতিন ১১/০৬/২০১৭
    অসাধারণ উপলব্ধি!মায়ের মত আপন কেহ নেই এই সংসারে।
    মায়ের তুলনা অসীম।
    আপনার লেখাটি পড়ে এই বিভূঁইয়ে মায়ের জন্য বুকে ছিন ছিন করে উঠলো।মা মাগো বড় ভালোবাসি তোমায়।
 
Quantcast