গৃহিনী
গৃহিনী
TANJU H
তুমি যে গৃহিনী,
কাজ-কর্মে নেই কোন জুড়ি।
সকাল থেকে সন্ধ্যা
নেই কোন তন্দ্রা।
ঘুম থেকে উঠে
স্বামীকে পাঠাও অফিসে।
বাচ্ছাদের তৈরী করে,
দিয়ে আসো স্কুলে।
সংসার গুছিয়ে
শ্বশুড়-শ্বাশুড়িকে দেখে,
দুপুর-বিকেল যায় যে কেটে।
পরিবারের অসুখে
হয়ে যাও ডাক্টার।
সন্তানের পড়াশুনায়
হয়ে যাও মাস্টার।
পরিবার গুছিয়ে
হয়ে যাও ডিজাইনার।
নিয়মের অনিয়ম হলে
হয়ে যাও পুলিশ অফিসার।
সুখে রাখো-সুখে থাকো,
পরিবার নিয়ে।
তুমি যে সংসারের রাজা,
হয়না তোমার তুলনা।।
TANJU H
তুমি যে গৃহিনী,
কাজ-কর্মে নেই কোন জুড়ি।
সকাল থেকে সন্ধ্যা
নেই কোন তন্দ্রা।
ঘুম থেকে উঠে
স্বামীকে পাঠাও অফিসে।
বাচ্ছাদের তৈরী করে,
দিয়ে আসো স্কুলে।
সংসার গুছিয়ে
শ্বশুড়-শ্বাশুড়িকে দেখে,
দুপুর-বিকেল যায় যে কেটে।
পরিবারের অসুখে
হয়ে যাও ডাক্টার।
সন্তানের পড়াশুনায়
হয়ে যাও মাস্টার।
পরিবার গুছিয়ে
হয়ে যাও ডিজাইনার।
নিয়মের অনিয়ম হলে
হয়ে যাও পুলিশ অফিসার।
সুখে রাখো-সুখে থাকো,
পরিবার নিয়ে।
তুমি যে সংসারের রাজা,
হয়না তোমার তুলনা।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাখাল বালক ১০/০৬/২০১৭ভাল
-
সাইয়িদ রফিকুল হক ০৯/০৬/২০১৭সুন্দর কথা।
কিন্তু বন্ধু, বানানের দিকে একটু খেয়াল রাখতে হবে।
শুভকামনা। -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৯/০৬/২০১৭ভালো। শুভেচ্ছা।
-
মেহেদী হাসান (নয়ন) ০৮/০৬/২০১৭অসাধারণ লিখছেন...
-
সাঁঝের তারা ০৮/০৬/২০১৭গৃহিনীর অনেক ভূমিকা - নেই তুলনা। সুন্দর ...
-
এম,এ,মতিন ০৮/০৬/২০১৭তুমি যে সংসারের রাণী
আমরা হয়ে রই ঋণী
স্যালুট হে গৃহিণী।
অসাধারণ প্রকাশ। -
রইস উদ্দিন খান আকাশ ০৮/০৬/২০১৭অন্যরকম