খেয়াপার
তুমি আমি
দুজনে মিলে,
চলো না একটু সামনে,
যাবো ঐ নদীর ধারে।
কাশবনের ভীরে,
মাতব দুজনে
প্রেমের গল্পে।
তবে হও যদি রাজি,
দিবো আজ খেয়াপারি।
মাঝি বেশে
বৈঠা হাতে,
স্নিগ্ধ বিকেলে
নদীর বাঁকে,
গায়বে তুমি গান।
সখি বেশে
গানের সুরে,
জুড়াবে আমার প্রান।।
দুজনে মিলে,
চলো না একটু সামনে,
যাবো ঐ নদীর ধারে।
কাশবনের ভীরে,
মাতব দুজনে
প্রেমের গল্পে।
তবে হও যদি রাজি,
দিবো আজ খেয়াপারি।
মাঝি বেশে
বৈঠা হাতে,
স্নিগ্ধ বিকেলে
নদীর বাঁকে,
গায়বে তুমি গান।
সখি বেশে
গানের সুরে,
জুড়াবে আমার প্রান।।
মিরপুর,ঢাকা।
০১-০৬-২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম,এ,মতিন ০৬/০৬/২০১৭দারুণ প্রেমের চমৎকার প্রকাশ!
-
শাহারিয়ার ইমন ০৩/০৬/২০১৭বেশ রোমান্টিক তো
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৩/০৬/২০১৭জুরাবে আমাদেরও প্রাণ।
-
সাঁঝের তারা ০৩/০৬/২০১৭অনবদ্য
-
আলম সারওয়ার ০২/০৬/২০১৭অসাধারণ একটি উপহার কবিকে শুভেচ্ছা থাকল আমার