স্বপ্ন-২
স্বপ্ন দেখে
কেটে যায় রাত।
তবুও মেটে না,
স্বপ্নের সাধ।
চোখ বন্ধে
স্বপ্ন আমার জেগে উঠে,
স্বপ্ন শুধু দেখে যায়
আপন মন সুখে।
সুখের ঘর সাজায় স্বপ্নে,
দু:খকে না রেখে।
সেই সুখে
মন শুধু
স্বপ্ন দেখে চলে।।
কেটে যায় রাত।
তবুও মেটে না,
স্বপ্নের সাধ।
চোখ বন্ধে
স্বপ্ন আমার জেগে উঠে,
স্বপ্ন শুধু দেখে যায়
আপন মন সুখে।
সুখের ঘর সাজায় স্বপ্নে,
দু:খকে না রেখে।
সেই সুখে
মন শুধু
স্বপ্ন দেখে চলে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম,এ,মতিন ০৭/০৬/২০১৭অসামান্য উপস্থাপন প্রিয় কবি
-
মহঃ ইসরাফিল সেখ ০২/০৬/২০১৭Great
-
নাবিক ০২/০৬/২০১৭হুম সব কিছুই স্বপ্নময় 😉
-
সাইয়িদ রফিকুল হক ০২/০৬/২০১৭স্বপ্ন দেখা ভালো।
-
আলম সারওয়ার ০২/০৬/২০১৭অসাধারণ একটি উপহার কবিকে শুভেচ্ছা থাকল
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০২/০৬/২০১৭বেশ!
-
ফয়জুল মহী ০১/০৬/২০১৭উজ্জল উপস্থাপন।