চিঠি
সাত দিন ধরে
একটা চিঠি,
ভেবেছি মনে মনে।
লিখতে গেলে
ধ্যাত ছাই-
যায় সব ভুলে।
আজ আবার বসে
একটি চিঠির কথা ভেবে,
সময় যায় যে চলে।
কি লিখব চিঠিতে
অগুছালো যত সব কথা,
ভেবে যায় গুছিয়ে।।
একটা চিঠি,
ভেবেছি মনে মনে।
লিখতে গেলে
ধ্যাত ছাই-
যায় সব ভুলে।
আজ আবার বসে
একটি চিঠির কথা ভেবে,
সময় যায় যে চলে।
কি লিখব চিঠিতে
অগুছালো যত সব কথা,
ভেবে যায় গুছিয়ে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম,এ,মতিন ০৯/০৬/২০১৭
-
রাশেদ খাঁন ০১/০৬/২০১৭চিঠি!!
-
শাহারিয়ার ইমন ০১/০৬/২০১৭চিঠি লিখতে মাঝে মাঝে ইচ্ছে করে
-
সাঁঝের তারা ০১/০৬/২০১৭অনবদ্য
-
মহঃ ইসরাফিল সেখ ০১/০৬/২০১৭Osadharon
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০১/০৬/২০১৭সুন্দর।
-
আলম সারওয়ার ০১/০৬/২০১৭প্রেমের আগমন ঘঠে ছুপিছুপি
শুভেচ্ছা আর অভিনন্দনে চাপাচাপি।
এই চিঠি অনবরত ই লিখা হয়... শুধু শিরোনাম হয়ে রয় সময়ের পাতায় পাতায় ;স্মৃতির বৈরিতায় ফিরে যাই কুড়ি বছরের পর যেথায় ছিলো সমুদ্রের অতল গহ্বর! আজো জানানো হয়নি সেই চিঠির সমাপ্তিকাল!অনবরত লিখেই চলেছি মনের যতসব!