ভবঘুরে
আমি যে আজ ভবঘুরে
ছুটছি শুধু দেশান্তরে।
এক স্থান থেকে অন্য স্থানে,
যাচ্ছি ছুটে তেপান্তরে।
সাত সাগর পাড়ি দিয়ে
যাবো আমি হারিয়ে।
কেউ খুঁজে পাবে নাকো আমায়,
উঠে পড়েছি যে সাদা ঘোড়ায়।
যে দিকে ইচ্ছে
যাবো ছুটে,
আমি যে আজ ভবঘুরে।।
ছুটছি শুধু দেশান্তরে।
এক স্থান থেকে অন্য স্থানে,
যাচ্ছি ছুটে তেপান্তরে।
সাত সাগর পাড়ি দিয়ে
যাবো আমি হারিয়ে।
কেউ খুঁজে পাবে নাকো আমায়,
উঠে পড়েছি যে সাদা ঘোড়ায়।
যে দিকে ইচ্ছে
যাবো ছুটে,
আমি যে আজ ভবঘুরে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহারিয়ার ইমন ৩১/০৫/২০১৭ভবঘুরে হতে ইচ্ছা হয়
-
রুবেল চন্দ্র দাস ৩১/০৫/২০১৭Ba darun
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ৩১/০৫/২০১৭ক'জন তা হতে পারে! শুভেচ্ছা।
-
আলম সারওয়ার ৩১/০৫/২০১৭খুবই ভালো লাগে আমার লেখাকে আরো গতিশীল করা করার জন্য শুভেচ্ছা থাকল