সময় গুলো ছন্নছাড়া
সময় গুলো ছন্নছাড়া
Tanju H
আজ সময় নেই,
কাল হবে দেখা।
কেন শুনতে কষ্ট হয়,
এই তিন শব্দের লেখা।
কেন সময়গুলো ছন্ন ছাড়া,
দিন শেষেত সবাই একা।
সবাই চলে যায়,
প্রিয়াকে ভুলে যায়,
ব্যাস্ততার মাঝে।
প্রিয়াগুলো যে কষ্ট পায়,
বোঝে না তারা?
তবুও অভিমানী হয়ে,
হাজারো রাত পারি দেয়
কালো মেঘের বারিতে।
শুধু অপেক্ষার প্রহর,
গুনতে গুনতে,
দিন চলে যায়।
আশায় থাকে,,
শুধু মনের মানুষটার জন্য।।
Tanju H
আজ সময় নেই,
কাল হবে দেখা।
কেন শুনতে কষ্ট হয়,
এই তিন শব্দের লেখা।
কেন সময়গুলো ছন্ন ছাড়া,
দিন শেষেত সবাই একা।
সবাই চলে যায়,
প্রিয়াকে ভুলে যায়,
ব্যাস্ততার মাঝে।
প্রিয়াগুলো যে কষ্ট পায়,
বোঝে না তারা?
তবুও অভিমানী হয়ে,
হাজারো রাত পারি দেয়
কালো মেঘের বারিতে।
শুধু অপেক্ষার প্রহর,
গুনতে গুনতে,
দিন চলে যায়।
আশায় থাকে,,
শুধু মনের মানুষটার জন্য।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম,এ,মতিন ০৯/০৬/২০১৭বেশ সুন্দর ভাবনায় সুনিপুণ গাঁথুনি।
-
সাঁঝের তারা ২৫/০৫/২০১৭খুব ভাল ভাবনা ও সুন্দর কবিতা
-
শাহারিয়ার ইমন ২৪/০৫/২০১৭একদিন হয়ত আসবে ফিরে ...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৪/০৫/২০১৭ভালো।
-
মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir) ২৩/০৫/২০১৭বেশ