কথা
কথা
Tanju H
নির্ঘুম রাত,
নিশ্চুপ চারদিক।
আকাশে বাঁকা চাঁদ,
মৃদু হিমেল হাওয়া।
চোখে আজ স্বপ্নে ভরা,
তোমার সাথে বলব কথা।
কিন্তু তুমি কই?
চোখে জল এসে,
করে যে থৈ থৈ।
ঘুম আসে না দুটি চোখে,
তোমার কথা ভাবি শুধু,
একা নীরবে।।
Tanju H
নির্ঘুম রাত,
নিশ্চুপ চারদিক।
আকাশে বাঁকা চাঁদ,
মৃদু হিমেল হাওয়া।
চোখে আজ স্বপ্নে ভরা,
তোমার সাথে বলব কথা।
কিন্তু তুমি কই?
চোখে জল এসে,
করে যে থৈ থৈ।
ঘুম আসে না দুটি চোখে,
তোমার কথা ভাবি শুধু,
একা নীরবে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল আবেদীন ২২/০৫/২০১৭কথাময় প্রেম দারুন ......... কিন্তু তুমি কই? ? ?
-
মোঃ সাইফুল্লাহ শামীম ২২/০৫/২০১৭ভালো!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২২/০৫/২০১৭বা! বেশ!
-
আলম সারওয়ার ২১/০৫/২০১৭অসাধারণ একটি লেখা
-
লিংকন ২১/০৫/২০১৭darun
-
মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir) ২১/০৫/২০১৭সুন্দর উপমা