www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নদীর পথে

নদীর আঁকা বাঁকা পথে
দু-জনে এক সাথে,
হাতে হাত রেখে
নিশ্চুপ স্নিগ্ধ বিকেলে,
হেঁটেই চলছি এই পথে।
স্রোতের কলরব ধ্বনিতে
কোকিলের মিষ্টি সুরে,
ঝিরি ঝিরি হাওয়াতে
তোমার একটুখানি চাওয়াতে,
হাসি ফোঁটে উঠে এ মনে।
আকাশের নীলিমা রেখায়
নদীর ধারে কাশবনে,
হাজারো ফুলের সুবাসে,
হাঁটতে ভাললাগছে
তোমায় নিয়ে,
নদীর এলো মেলো পথে।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • চোখে ভাসে।
  • তুষার রায় ১৪/০৫/২০১৭
    প্রকৃতি আর ভালোবাসায় মিলেমিশে এক মায়াভরা কবিতার ঝংকার। শুভ কামনা নিরন্তর
 
Quantcast