সুখের সন্ধান
সুখের সন্ধান
Tanju H
হাজার কষ্ট
হাজার দু:খ,
তার মাঝেই খুঁজে চলি,
সুখের সন্ধানে।
রেল ষ্টেশনে,
কিংবা সদর ঘাটে,
খুঁজে যায় শুধু,
সুখের সন্ধানে।
রবীন্দ্রনাথ কিংবা
নজরুলের গানে,
খুঁজে চলছি
সুখের পানে।
কিন্তু সুখ
সে তো নাই।
শুধু মিছে মিছে,
ছুটে চলি
সুখের পিছে।
সবাই শুধু
সুখের খুঁজে চলে,
টাকার পিছু।
সব কথা,
সব ফেলে
সুখী হল সে,
নিজের মনকে
নিজে ভালো করে যে।।
Tanju H
হাজার কষ্ট
হাজার দু:খ,
তার মাঝেই খুঁজে চলি,
সুখের সন্ধানে।
রেল ষ্টেশনে,
কিংবা সদর ঘাটে,
খুঁজে যায় শুধু,
সুখের সন্ধানে।
রবীন্দ্রনাথ কিংবা
নজরুলের গানে,
খুঁজে চলছি
সুখের পানে।
কিন্তু সুখ
সে তো নাই।
শুধু মিছে মিছে,
ছুটে চলি
সুখের পিছে।
সবাই শুধু
সুখের খুঁজে চলে,
টাকার পিছু।
সব কথা,
সব ফেলে
সুখী হল সে,
নিজের মনকে
নিজে ভালো করে যে।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান মাহমুদ ১৯/০৫/২০১৭অসাধারণ, সামনে এগিয়ে যাও শুভ কামনা।
-
আতাম মিঞা ০৮/০৫/২০১৭সত্য কথন ভাই।ভালো লাগলো।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৮/০৫/২০১৭ভালো।
-
মধু মঙ্গল সিনহা ০৮/০৫/২০১৭ভাল লাগলো।
-
সাঁঝের তারা ০৭/০৫/২০১৭সুন্দর...