জাগো নারী
জাগো নারী
Tanju H
হে নারী,
সাহসী হয়ে
সামনে এগিয়ে যাও।
অন্যায়ের বিরুদ্ধে
রুখে দাঁড়াও।
সব অবিচার
মুছে আনো নতুন সূর্য।
বাল্যবিবাহ রোধ করে,
নতুন করে সাজাও
নিজের জীবন।
অন্ধকার ঘর থেকে
বেরিয়ে দেখো
ভোরের নতুন সূর্য।
শুধু আজকের দিনে নয়
প্রত্যেকটা দিনকে
করো ভালবাসায় আবদ্ধ।।
তুমিই পারো বাবার
পাশে থেকে সাহায্য করতে।
তুমিই পারো স্বামীর সংসার
সুন্দর করে সাজাতে।।
তুমিই পারো আমাদের দেশকে
সোনার বাংলায় গড়ে তুলতে।
জাগো নারী জাগো
নতুন প্রত্যাশায় জাগো।।
নতুন সূর্য্য নিয়ে জাগো।
নতুন স্বপ্ন নিয়ে জাগো।।
Tanju H
হে নারী,
সাহসী হয়ে
সামনে এগিয়ে যাও।
অন্যায়ের বিরুদ্ধে
রুখে দাঁড়াও।
সব অবিচার
মুছে আনো নতুন সূর্য।
বাল্যবিবাহ রোধ করে,
নতুন করে সাজাও
নিজের জীবন।
অন্ধকার ঘর থেকে
বেরিয়ে দেখো
ভোরের নতুন সূর্য।
শুধু আজকের দিনে নয়
প্রত্যেকটা দিনকে
করো ভালবাসায় আবদ্ধ।।
তুমিই পারো বাবার
পাশে থেকে সাহায্য করতে।
তুমিই পারো স্বামীর সংসার
সুন্দর করে সাজাতে।।
তুমিই পারো আমাদের দেশকে
সোনার বাংলায় গড়ে তুলতে।
জাগো নারী জাগো
নতুন প্রত্যাশায় জাগো।।
নতুন সূর্য্য নিয়ে জাগো।
নতুন স্বপ্ন নিয়ে জাগো।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৪/০৭/২০১৭বেশ লিখেছেন
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৪/০৫/২০১৭কর > করো
দেখ > দেখো -
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৪/০৫/২০১৭সূর্য ও সূর্য্য দুটি বানান আছে কবিতায়। শুধু 'সূর্য' হবে।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৪/০৫/২০১৭প্রথম লাইনে নরী> নারী হবে।
-
আব্দুল হক ০৪/০৫/২০১৭সবাইকে জাগতেই হবি!
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০৪/০৫/২০১৭একটু পরিমার্জন তো দরকার!!
তবুও ভাল হয়েছে।