www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

নামাজ

আসসালামুআলাইকুম
আমি এই ব্লগে নতুন তাই ভাবলাম প্রথমে একটা ইসলামিক পোস্ট দিয়ে শুরু করি
তো নামাজের গুরুত্ব নিয়ে আজকে আলোচনা করি
আল্লাহ তা লা পবিত্র কুর আনের সূরা আনকাবূতে বলেছেন"নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও খারা প কাজ থেকে বিরত রাখে" এর মানে একজন মুসলিম যখন প্রতিনিয়ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তখন তার মনে আল্লাহ ও পরকালের ভয় জাগ্রত হবে তার দ্বারা কোন খারাপ কাজ সম্পূর্ণ হবে না।সে মিথ্যা পরিহার করবে ,অশ্লীল বেহায়পনার ধারেও যাবে না
মিথ্যা পরিহারে ফলে যাবতীয় অন্যায় কাজ থেকে সে দূরে থাকবে।তার ব্যবহার হয়ে ওঠবে আর্দশিক আর এভাবে সে ধীরে ধীরে ইসলামের শান্তির আলোর ঠিকানা খুঁজে পাবে
আর পরকালে তারজন্য অপেক্ষা করবে সুখময় জান্নাত ।যে জান্নাতের চাবি হচ্ছে নামাজ।তাই আসুন নিজে নামাজ পরি ও অপরকে নামাজের জন্য আহ্বান করি।
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ১১৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৩/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast