বোরকা পরো নাই কেন
কাউন্টারে বসে আছি, এক মহিলা এসে বলছে..
- ওই মেয়ে মুসলমান তুমি?
- জ্বী
- তাইলে বোরকা পরো নাই কেন? জিন্স পরছো কেন???
সকাল সকাল মাথা টা বিগড়ে দিলো। জানতে চাইলাম কি সমস্যা?? বলে জিন্স দেখলে নাকি পুরুষেরা চোখ দেয়। সত্যিই তাই?? আজকাল ধর্ষণের কারণ নাকি এসব!!
এরপর বললাম তাইলে বাচ্চা মেয়েগুলার ক্ষেত্রে কি বলবেন?? আর কয়টা মেয়ে দেখাতে পারবেন যে অশালীনতার কারণে ধর্ষণ হইছে?? বললাম,আপনার মত মহিলাদের কারণেই সমাজের অবস্থা এখনো এত জঘণ্য, আমি কামিজের সাথে জিন্স পরেছি ঠ্যাং এর নীচ ছাড়া কিছু দেখা যায় না এতেই আপনার এত চোখে লাগছে,আপনার মত আরো যারা আছে তারা তো বোরকা পরলেও বলব চোখ দেখা যায় কেন??
মেয়ে মানুষের চোখ দেখলেও যৌনতা জেগে উঠে।
পরে তিনি পুরো চুপ, বললো হ্যা ঠিকই বলেছো আমারই বুঝার ভুল হয়েছে তুমি রাগ করো না, বললাম না আন্টি রাগ করি নাই, যথেষ্ট শাসন করার জন্যে আমার মা আছেন। ছোট থেকেই শালীনতার ট্রেনিং নিয়েছি তার কাছ থেকে। আর পোষাক কোনো ভাবেই ধর্ষণের জন্যে দায়ী না।
আবার বলতাছে ছেলেরা টিটকারি দেয় এ জন্যে বললাম, আমি বললাম তাইলে মেয়েদের বোরকা পরার উপদেশ না দিয়ে, হাত চালানের উপদেশ দিন।
বললো সাবধানে থাকো যে অবস্থা ইদানিং এর। বললাম কেউ কিছু বললে সেখানেই হাত চালাবো, এরপর হাসলেন।
- ওই মেয়ে মুসলমান তুমি?
- জ্বী
- তাইলে বোরকা পরো নাই কেন? জিন্স পরছো কেন???
সকাল সকাল মাথা টা বিগড়ে দিলো। জানতে চাইলাম কি সমস্যা?? বলে জিন্স দেখলে নাকি পুরুষেরা চোখ দেয়। সত্যিই তাই?? আজকাল ধর্ষণের কারণ নাকি এসব!!
এরপর বললাম তাইলে বাচ্চা মেয়েগুলার ক্ষেত্রে কি বলবেন?? আর কয়টা মেয়ে দেখাতে পারবেন যে অশালীনতার কারণে ধর্ষণ হইছে?? বললাম,আপনার মত মহিলাদের কারণেই সমাজের অবস্থা এখনো এত জঘণ্য, আমি কামিজের সাথে জিন্স পরেছি ঠ্যাং এর নীচ ছাড়া কিছু দেখা যায় না এতেই আপনার এত চোখে লাগছে,আপনার মত আরো যারা আছে তারা তো বোরকা পরলেও বলব চোখ দেখা যায় কেন??
মেয়ে মানুষের চোখ দেখলেও যৌনতা জেগে উঠে।
পরে তিনি পুরো চুপ, বললো হ্যা ঠিকই বলেছো আমারই বুঝার ভুল হয়েছে তুমি রাগ করো না, বললাম না আন্টি রাগ করি নাই, যথেষ্ট শাসন করার জন্যে আমার মা আছেন। ছোট থেকেই শালীনতার ট্রেনিং নিয়েছি তার কাছ থেকে। আর পোষাক কোনো ভাবেই ধর্ষণের জন্যে দায়ী না।
আবার বলতাছে ছেলেরা টিটকারি দেয় এ জন্যে বললাম, আমি বললাম তাইলে মেয়েদের বোরকা পরার উপদেশ না দিয়ে, হাত চালানের উপদেশ দিন।
বললো সাবধানে থাকো যে অবস্থা ইদানিং এর। বললাম কেউ কিছু বললে সেখানেই হাত চালাবো, এরপর হাসলেন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বেগম সেলিনা খাতুন ২১/০৫/২০২০সময় উপযোগী লেখা। ভালো থাকবেন।
-
মো.রিদওয়ান আল হাসান ১৯/০২/২০২০"পোষাক কোনোভাবেই ধর্ষনের জন্য দায়ী হতে পারেনা।"কথাটিতে একমত হতে পারলামনা।এরকম হলে মানা যেত,"পোষাকই ধর্ষনের একমাত্র কারন না।"
-
মো.রিদওয়ান আল হাসান ১৯/০২/২০২০"পোষাক কোনোভাবেই ধর্ষনের জন্য দায়ী হতে পারেনা।"কথাটিতে একমত হতে পারলামনা।এরকম হলে মানা যে,"পোষাকই ধর্ষনের একমাত্র কারন না।"
-
মো.রিদওয়ান আল হাসান ১৯/০২/২০২০"পোষাক কোনোভাবেই ধর্ষনের জন্য দায়ি হতে পারেনা।"কথাটিতে একমত হতে পারলামনা।এরকম হলে মানা যে,"পোষাকই ধর্ষনের একমাত্র কারন না।"
-
মোহন দাস (বিষাক্ত কবি) ১৮/০২/২০২০সুন্দর হাতের সুন্দর হৃদয় কথা
-
সেলিম রেজা সাগর ১৩/০২/২০২০বাহ
-
সাইয়িদ রফিকুল হক ১৩/০২/২০২০কথাগুলো খুব ভালো লেগেছে।
ব্লগে শুভেচ্ছা ও স্বাগতম। -
ফয়জুল মহী ৩০/০১/২০২০সুন্দর ও সাবলীল লেখনী।I
-
... ৩০/০১/২০২০নারীই নারীর দুষমন। নারীকে পিছনে ঠেলছে নারী-চেতনা নামের সংস্কার। নারী নিজেকে আগে মানুষ ভাবলে, তবে সমাজে তার অবস্থান সুদৃঢ় হতে পারে। যুগে যুগে অসুর ছিলো এবং আছে; এ অসুরের থেকে রক্ষা পেতে নারীকে আরো সচেতন ও কৌশলী হতে হবে। পোষাকই ধর্ষণের মূল কারণ নয়; সময়, প্রেক্ষিত, পুরুষের মানসিকতাই ধর্ষণের মূল কারন।
সুন্দর থাকুন তামান্ন মেহেরুন। -
শঙ্খজিৎ ভট্টাচার্য ৩০/০১/২০২০অসামান্য উপলব্ধি