কেউ কি ফিরে যাবার মতো চলে গেলে
ভেঙ্গেপড়া পুরনো দালানের মতো
ধীরে ধীরে জীবন ধ্বংসস্তুপের পথে।
চারিদিকে ব্যস্ততম জীবন, শহর, মানুষ, প্রিয়জন।
প্রেম ও চাকরি, জীবন ও জীবিকা,
চলমান গৃহযুদ্ধে দাম্পত্য জীবন।
ভুলে যাই, যায় সুখস্মৃতি, আগত জীবন
বদলে জমা পড়ে ক্ষোভ,
ছেড়ে দেই দেই, যাই যাই বিভেদের মানসিকতা।
মনে পড়ে প্রেমযোগ স্মৃতির সন্ধ্যাবেলা,
মাঝরাত সকাল তোমাকে।
ইচ্ছে জাগে নিঝুম নির্জন রাতে
ঘা ঘেষে কিছুক্ষন থাকি।
চলে যাই ভিতরে অন্তরে
গতিতে মথিতে হৃদয়।
আমি ভীষনভাবে তোমার হতে চেষ্টা করছি,
তুমিও কি?
প্রিয়তম, অনতিদূর অশিষ্ট প্রনয় কোলাহল, মন্দজীবন।
কেউ কি ফিরে
যাবার মতো চলে গেলে?
ধীরে ধীরে জীবন ধ্বংসস্তুপের পথে।
চারিদিকে ব্যস্ততম জীবন, শহর, মানুষ, প্রিয়জন।
প্রেম ও চাকরি, জীবন ও জীবিকা,
চলমান গৃহযুদ্ধে দাম্পত্য জীবন।
ভুলে যাই, যায় সুখস্মৃতি, আগত জীবন
বদলে জমা পড়ে ক্ষোভ,
ছেড়ে দেই দেই, যাই যাই বিভেদের মানসিকতা।
মনে পড়ে প্রেমযোগ স্মৃতির সন্ধ্যাবেলা,
মাঝরাত সকাল তোমাকে।
ইচ্ছে জাগে নিঝুম নির্জন রাতে
ঘা ঘেষে কিছুক্ষন থাকি।
চলে যাই ভিতরে অন্তরে
গতিতে মথিতে হৃদয়।
আমি ভীষনভাবে তোমার হতে চেষ্টা করছি,
তুমিও কি?
প্রিয়তম, অনতিদূর অশিষ্ট প্রনয় কোলাহল, মন্দজীবন।
কেউ কি ফিরে
যাবার মতো চলে গেলে?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কৌশিক আজাদ প্রণয় ১৮/০৯/২০১৪যাপিত জীবনের বহতায় নৈরাশ্যকে চমৎকার ভাবেই চিত্রিত করেছ ভাই। সেই সাথে বিষণ্ণতাকে দূর করার প্রচ্ছন্ন আকাঙ্ক্ষা। কবিতাটি ভালো লাগলো... তার পর কেমন আছো জসিম ভাই, চিনেছ?
-
স্বপন রোজারিও(১) ১৭/০৯/২০১৪সুন্দর
-
মনিরুজ্জামান শুভ্র ১৭/০৯/২০১৪ভাল লাগলো।