শূন্য শূন্য
সকল আবেগ নিস্প্রান করে
তুমি হয়তো আকাশে উড়ে বেড়াও।
আমার জিবের ডগায় তেতো,
চারিদিকে শূন্যতা, বিষন্নতার কোলাহল
আমার মগজে মগজে সম্পুর্ন নিসঙ্গতা,
বিষাদ ছুয়েছে চোখ, সারাদিন মন ভালো নেই।
তবুও আমি মাটিতে তোমার চলন্ত ছায়ার পিছে ছুটছিতো ছুটছি।
কখনও সাগরে ডুবে মৃত্যুপ্রায়,
কখনও নির্মম মরুভুমি পাড় হয়ে
তোমার ছায়ার পিছে ছুটছি।
আকাশ উড়ার অক্ষমতা থেকে
মাটিতে পড়ে থাকা ছায়ার কষ্টসাধ্য পিছু নেই।
তবুও শত আঘাতে বিচ্ছন্ন হতে দেয়নি তোমার চলন্ত ছায়াকে।
কারন ওটুকু আমার শেষ ভরসা।
কখনো হয়তো উড়ে উড়ে
তোমার সমান্তরাল জীবনসঙ্গী হতে পারবোনা।
তুমিও নিচে নামবে না
ছায়াটুকুর পিছু নিয়ে না হয় পাড় করে দিবো জীবন।
না হয় চক্ষু লজ্জায় উপর আকাশে না তাকালাম
মাতানত, ঘাড় নিচু হয়ে তোমার ছায়ার পিছু ছুটলাম।
যদিও পথপ্রান্ত স্তম্ভে লেখা শূন্য শুন্য।
মন খারাপের পুরো জীবন।
তুমি হয়তো আকাশে উড়ে বেড়াও।
আমার জিবের ডগায় তেতো,
চারিদিকে শূন্যতা, বিষন্নতার কোলাহল
আমার মগজে মগজে সম্পুর্ন নিসঙ্গতা,
বিষাদ ছুয়েছে চোখ, সারাদিন মন ভালো নেই।
তবুও আমি মাটিতে তোমার চলন্ত ছায়ার পিছে ছুটছিতো ছুটছি।
কখনও সাগরে ডুবে মৃত্যুপ্রায়,
কখনও নির্মম মরুভুমি পাড় হয়ে
তোমার ছায়ার পিছে ছুটছি।
আকাশ উড়ার অক্ষমতা থেকে
মাটিতে পড়ে থাকা ছায়ার কষ্টসাধ্য পিছু নেই।
তবুও শত আঘাতে বিচ্ছন্ন হতে দেয়নি তোমার চলন্ত ছায়াকে।
কারন ওটুকু আমার শেষ ভরসা।
কখনো হয়তো উড়ে উড়ে
তোমার সমান্তরাল জীবনসঙ্গী হতে পারবোনা।
তুমিও নিচে নামবে না
ছায়াটুকুর পিছু নিয়ে না হয় পাড় করে দিবো জীবন।
না হয় চক্ষু লজ্জায় উপর আকাশে না তাকালাম
মাতানত, ঘাড় নিচু হয়ে তোমার ছায়ার পিছু ছুটলাম।
যদিও পথপ্রান্ত স্তম্ভে লেখা শূন্য শুন্য।
মন খারাপের পুরো জীবন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুদীপ্তবিশ্বাস ১৫/০৪/২০১৪খুব সুন্দর ও গভীর জীবন দর্শন। শুভ নববর্ষ ১৪২১ কবি।