চুপিসারে প্রলয়ের পুর্বাভাস
অনেক আগেই সন্ধ্যা নেমে আসলো
সত্য ভাসে বোবা দু’চোখের জলে,
অন্ধকার ঘরের দেয়ালে দেয়ালে শোকাতর উদাসীন দৃষ্টি,
সুস্পস্ট কপালের ভাজ, বৈষম্য
চোখে চোখে যোদ্ধার আবেগশূণ্য উত্তপ্ত স্বপ্ন,
ভিতরে আক্রোশ বাহিরে আক্রোশ।
ক্ষমতা ক্ষমতা,
মনে রাখিস এই ক্ষমতাও আমাদেরও থাকবে।
হারতে হারতে মন শক্ত হয়ে গেছে
গায়ে গতরে মননে শক্তির উল্লাস।
ফিরে আসছি সুপ্ত আগ্নেয়গিরি হয়ে
বাহিরে শান্ত ভিতরটা জলন্ত
একবার উগড়ে দিলেই ক্ষমতা থেকে সবকিছু ছাই।
অপেক্ষায় শুধু প্রাচীর ভাঙ্গার মহা বিস্ফোরনের।
এই সাময়িক হেরে যাওয়াটাই অনিবার্য পুর্নজাগরনের ইশতেহার,
আগামীর গন অভ্যুত্থানের ইতিহাস রক্তে বহমান।
হ্যা নিথর মরদেহই বিপ্লবের প্ল্যাকার্ড, ফেস্টুন...
স্লোগানের উত্তাপে রক্তিম ভোর,
বিবেকহীন ঠুনকো উল্লাসের উল্টো পিঠে
অন্ধকার, আকস্মিক পতন,
অপেক্ষায় থাকো ক্ষণজন্মা মুত্যুউম্মুখ পিপীলিকা।
চারিদিকে মুষ্টিবদ্ধ হাত, মন ক্ষোভ,
অস্থির চিত্তের ক্ষুব্ধ প্রতিবাদী কন্ঠস্বর,
অগনন জনতার মাঝে নিসঙ্গ মরদেহ,
চুপিসারে প্রলয়ের পুর্বাভাস দিয়ে গেলো বাতাসে।
সত্য ভাসে বোবা দু’চোখের জলে,
অন্ধকার ঘরের দেয়ালে দেয়ালে শোকাতর উদাসীন দৃষ্টি,
সুস্পস্ট কপালের ভাজ, বৈষম্য
চোখে চোখে যোদ্ধার আবেগশূণ্য উত্তপ্ত স্বপ্ন,
ভিতরে আক্রোশ বাহিরে আক্রোশ।
ক্ষমতা ক্ষমতা,
মনে রাখিস এই ক্ষমতাও আমাদেরও থাকবে।
হারতে হারতে মন শক্ত হয়ে গেছে
গায়ে গতরে মননে শক্তির উল্লাস।
ফিরে আসছি সুপ্ত আগ্নেয়গিরি হয়ে
বাহিরে শান্ত ভিতরটা জলন্ত
একবার উগড়ে দিলেই ক্ষমতা থেকে সবকিছু ছাই।
অপেক্ষায় শুধু প্রাচীর ভাঙ্গার মহা বিস্ফোরনের।
এই সাময়িক হেরে যাওয়াটাই অনিবার্য পুর্নজাগরনের ইশতেহার,
আগামীর গন অভ্যুত্থানের ইতিহাস রক্তে বহমান।
হ্যা নিথর মরদেহই বিপ্লবের প্ল্যাকার্ড, ফেস্টুন...
স্লোগানের উত্তাপে রক্তিম ভোর,
বিবেকহীন ঠুনকো উল্লাসের উল্টো পিঠে
অন্ধকার, আকস্মিক পতন,
অপেক্ষায় থাকো ক্ষণজন্মা মুত্যুউম্মুখ পিপীলিকা।
চারিদিকে মুষ্টিবদ্ধ হাত, মন ক্ষোভ,
অস্থির চিত্তের ক্ষুব্ধ প্রতিবাদী কন্ঠস্বর,
অগনন জনতার মাঝে নিসঙ্গ মরদেহ,
চুপিসারে প্রলয়ের পুর্বাভাস দিয়ে গেলো বাতাসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।