সময়ের সাথে জীবনের ভাবনা ৬
কি করা উচিত কিছু বুঝে উঠতে পারছিনা, একসময় মনে হয় সময়ের উপর ছেড়ে দেই দেখি কি হয়, আবার মনে হয় এ্তো তাড়াতাড়ি হেরে যাবো, আমার সময় কে আমি নিজে তৈরী করবো, আমি যেভাবে বলবো সেভাবেই হবে, কিন্তু হতাশ হয়ে পড়ি যখন দেখি সবকিছূ আমি বললেই বা জোড় দিয়ে চাইলেও হবে না, যেখানে আমার ক্ষমতা শেষ হয়ে যায় তার পর অপেক্ষা ছাড়া আর কিছুই করার থাকে না, এখানেই আমার অক্ষমতা বড় হয়ে চোখে বাজে, নিজেকে তুচ্ছ মনে হয়, তখন মনে হয় ইশ্বর বলে কিছু আছে, তিনি চাইলেই এটা হবে, না চাইলে হবে না, কিন্তু মনে প্রানে এই অক্ষমতাকে ঘৃনা করি, যদি চেষ্টা করি ইশ্বর দিবে না কেনো, তার না দেয়ার ইচ্ছেটা হবে না কেনো, তার কি কোন লাভ আছে আমাকে বঞ্চিত করে। সবাই তখন বলে সামনে হয়তো ভালো কিছু আছে, এই ভালো থাকার মুলোটাই চোখের সামনে ঝুলতে থাকে বা ঝুলাতে থাকে, েএই অক্ষমতার মুলোটাকে নিয়ে আমি ক্লান্ত, বড় ক্লান্ত, জীবনের সাথে যত জড়িয়ে পড়ছি ততই জটিলতার মধ্যে পড়ে যাচ্ছি, সুখ যেমন আছে তেমনি আছে চরম অনিশ্চয়তা হতাশা, অপেক্ষা, ভালো থাকার স্বপ্ন। অনেক সময় নিয়তির উপর বিশ্বাস করতে চাই না, ভাগ্য তো আমার হাতে, আমি যেভাবে তৈরী করবো সেভাবেই হবে, কিন্তু কিছু কপালে লেখা থাকলেই হয় বলে মনে হয়, এই লিখে থাকার বিষয়টিকে আমি মানতে পারি না, বাস্তবতা আমাকে মানতে বলে, মানতে বাধ্য করে, মাঝে মাঝে মনে হয় আমি সেভাবে চেষ্টা করিনি তাই পাইনি, কিন্তু এই চেষ্টার সীমানা কি? এই পর্যন্ত করলে আমি পর্যাপ্ত চেষ্টা করেছি বলে মনে হবে। কোন সীমা নেই আমি জানি, কারন সামনে ঐ যে মুলো টা ঝুলে আছে। যাকে অন্যভাবে বললে বলা যেতে পারে আগামী দিনের ভালো থাকার স্বপ্ন।
মানুষকে বেচে থাকার জন্য এই স্বপ্ন বড় জরুরী না থাকলে হয় মরতে হবে, না হলে স্বপ্ন দেখতে নিজেকে বাধ্য করতে হবে। এছাড়া বিকল্প এখন দেখছিনা,বিকল্প নিয়ে ভাবতেও ইচ্ছে করে না, যদি ভবিষ্যত জানতে পারতাম, ইশ্বর কতো অক্ষমতা দিয়ে মানুষকে তৈরী করেছেন, নিজের ভবিষ্যত জানে না, নিজের বেচে থাকার সময়টা জানে না, নিজের কি কি ক্ষমতা আছে বা নেই তারও স্পষ্ট ধারনাও নেই। কিন্তু মানুষ নিজেকে নিয়ে কত ব্যস্ত, কত স্বপ্ন দেখে, কত কিছু করার পরিকল্পনা করে, মাঝে মাঝে হতাশ হয়ে পড়ি নিজের এসব অক্ষমতার কথা মনে করে জীবনের প্রতি আগ্রহ পাই না, যা হবার হবে, ছেড়ে দাও সময়ের পথে দেখো কতদুর চলতে পারো, কিন্তু নিজেকে একটু ভালো রাখার জন্য এই সময়ের সাথে চলতে পরিকল্পনা নিতে ইচ্ছে হয়। এই দুরকম অনুভূতির দ্বন্ধ নিয়ে এগিয়ে যাচ্ছে আমার জীবন। জানি না সঠিক পথে আছি কিনা ......................
September 17, 2013 at 3:21pm
মানুষকে বেচে থাকার জন্য এই স্বপ্ন বড় জরুরী না থাকলে হয় মরতে হবে, না হলে স্বপ্ন দেখতে নিজেকে বাধ্য করতে হবে। এছাড়া বিকল্প এখন দেখছিনা,বিকল্প নিয়ে ভাবতেও ইচ্ছে করে না, যদি ভবিষ্যত জানতে পারতাম, ইশ্বর কতো অক্ষমতা দিয়ে মানুষকে তৈরী করেছেন, নিজের ভবিষ্যত জানে না, নিজের বেচে থাকার সময়টা জানে না, নিজের কি কি ক্ষমতা আছে বা নেই তারও স্পষ্ট ধারনাও নেই। কিন্তু মানুষ নিজেকে নিয়ে কত ব্যস্ত, কত স্বপ্ন দেখে, কত কিছু করার পরিকল্পনা করে, মাঝে মাঝে হতাশ হয়ে পড়ি নিজের এসব অক্ষমতার কথা মনে করে জীবনের প্রতি আগ্রহ পাই না, যা হবার হবে, ছেড়ে দাও সময়ের পথে দেখো কতদুর চলতে পারো, কিন্তু নিজেকে একটু ভালো রাখার জন্য এই সময়ের সাথে চলতে পরিকল্পনা নিতে ইচ্ছে হয়। এই দুরকম অনুভূতির দ্বন্ধ নিয়ে এগিয়ে যাচ্ছে আমার জীবন। জানি না সঠিক পথে আছি কিনা ......................
September 17, 2013 at 3:21pm
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।