www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সময়ের সাথে জীবনের ভাবনা ৫

আমার কিছুই ভালো লাগে না, কিছূ না, এই জীবনের প্রতি আমার ঘৃনা ধরে গেছে, না আছে কোন শান্তি, পুরো জীবনে সংকীর্নতা দ্বারা বেষ্টিত। অসহ্য লাগে। কোন আগ্রহ পাই না আর। এতো হতাশা মানুষের আসতে পারে। এতো অস্থিরতা মানুষের মনে থাকে কেমনে। কেমনে মানুষ অনিশ্চয়তা ভালোবাসে। জানি এক সময় দু:সময় কেটে যাবে, কিন্তু এই যে পার করা সময়টার যন্ত্রনা সামনের ভালো লাগাকে উপভোগ করতে দেবে না। যদি মানুষের মনটাই মরে যায় তখনকার ভালো সময় দিয়ে কি হবে। অতীত ভুলে যেতে পারি কিন্তু কিছু সময় যখন এই অতীত মনে আসে সব কিছু উলোটপালোট করে তুমুল ঝড় উঠে। তখন বর্তমান আর সুখের থাকে না, শুধুই ব্যর্থতা গুলো জড়িয়ে থাকে অস্থির মনের সাথে। কিছু চাই না কিছু চাই না, শুধু জীবন থেকে মুক্তি চাই, মুক্তি চাই। এই অসহ্য ভার নিয়ে আমার জীবনটাকে বহন করতে বড় কষ্ট হয়। যদিও জীবন থেকে পালাতে চাই কিন্তু পারি না, আবার পুনরায় জীবনটাকে সাজাতে ইচ্ছে হয়, সব গুছিয়ে আনি কিন্তু আবার ভালো লাগে না সব মনে হয় শুধু শুধু করছি। মাঝখান থেকে কষ্ট বাড়ছে, জীবনের ভার বাড়ছে, অস্তিরতা বাড়ছে, কিছু দু:সময় বার বার জমা পড়ছে জীবনের সাথে। বার বার এই স্বপ্ন দেখা, নিজেকে তৈরী করা আবার সব বৃথা মনে করে অস্থিরতা থাকার মাঝে জীবন চলছে। একি জীবন, এই চরম দ্বন্ধ নিয়ে জীবন পাড় করার মধ্য কোন আনন্দ নেই, খানিকটা সময় সুখের বাকিটা শুধু জীবনের সাথে যুদ্ধ, এই একটু ভালো থাকা নিয়ে কি ঝুকিটা নেই, জানি সামনে চরম অনিশ্চয়তা তবুও ভালো লাগে এই অনিশ্চয়তা বারবার ফিরে যেতে, কিন্তু এই বারবার ফিরে যাওয়াটা কতদিন চলবে।
September 10, 2013 at 6:31pm
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ৬১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • suman ১১/১১/২০১৩
    প্রিয় ব্লগার
    খুউব ভালো লাগলো লেখাটা...এই অনিশ্চয়তা শুধু আপনার না সবার ...সবসময় ইতিবাচক ভাবনা, ইতিবাচক কাজ আর ইতিবাচক ব্যক্ত্দের সাথে association গড়ে তুলুন ...বিশ্বাস করুন এই মানবজন্ম এক দূর্লভ জন্ম একে ইতিবাচকভাবে উপভোগ করুন ...কিছু ব্যর্থতা থাকবে এটি জীবনের অংশ এটি জীবনকে colorful নয় কি ...দূঃখি দরিদ্রের সেবা করা,বাগান করা,মাছধরা,সাঁতারকাটা,ছবি আঁকা , ফটো তোলা, ব্লগ লেখা ,প্রকৃতির কাছে যাওয়ার চেষ্টা করা মানুষকে জীবনবাদি করে তোলে ...এমনকি নিয়মিত ব্যায়াম করা... ভেবে দেখতে পারেন ...
 
Quantcast