www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সময়ের সাথে জীবনের ভাবনা ৪

জীবনটা কেমন জানি বদলে যাচ্ছে, কত আশা নিয়ে স্বপ্ন নিয়ে জীবনের পরিকল্পনা করি, কেমন এক ঝড় এসে এলোমেলা করে দিলো, আমার খুব মনে হয়- হচ্ছে, মনে হয় কোন পাপের শাস্তি পাচ্ছি, আসলে আমি কোন পাপ করেছি, নাকি এক কঠিণ বাস্তবতার মধ্যে দিয়ে আমাকে কিছূ শিক্ষা দিতে চান আমার সৃষ্টি কর্তা, সত্যি আমি মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ি, সত্যি সতি সব আগের মতো ফিরে পেতাম, কিন্তু সেকি আর সম্ভব, নতুন করে শূরু করা, শুরু করা যেতে পারে কিন্তু সেই বিশ্বাস, আস্থা কি আর ফিরে পাবো, কি এক অদৃশ্য ব্যবস্থাপনায় সব এলোমেলো হয়ে যাচ্ছে। আমি আজও অপেক্ষায় আছি সুন্দর দিনটা হয়তো ফিরে আসবে। আমার যে ভুল ছিলো না তা নয়, ভুলের মাসুল দিচ্ছি, কিন্তু সে কি আমার ভুল, আমি বিশ্বাস করতে পারি না সে আমার ভুল। আমার ভেতরটা ভেঙ্গে যাচ্ছে, মোচড়ে মোচেড়ে এক ধরেনর অবর্ননীয় কষ্টে আটকে আছে ভিতরটা। এতো অস্থিরতা, এতো বাধভাঙ্গা আবেগ, কিন্তু এর মাঝেও আমাকে এই জীবনটাকে বয়ে বেড়াতে হবে, আর এই বয়ে বেড়ানো কত কঠিন, যদি আবেগশুন্য হতাম, যদি নির্মম হতাম, যদি সব ভুলে যেতাম তাহলে হয়তো পারতাম, কিন্তু সে এক কঠিন পথচলা কঠিন প্রক্রিয়া।
ভবিষ্যত ভাবলেই আমি অস্থির হয়ে পড়ি, অপরাধবোধ, অক্ষমতা আমাকে গ্রাস করে অস্থির করে তোলে।
খুব ইচ্ছে হয় সব কিছূ বের করে দেই, ভাবতেই পারি না সেটা কিভাবে করবো, সৃষ্টির কর্তার জাজমেন্ট বড় কঠিন, সবটুকু তোমাকে ফিরেয়ে দিবে, তুমি যেভাবে করেছে তার ফল তোমাকে পেতেই হবে। এই বড় কঠিন জাজমেন্ট- আমার ভেতরটাকে ধুমরে মোচড়ে অস্বাভাবিক করে দিয়েছে আমার স্বপ্ন, আমার চারিপাশ, আমার অস্থিত্ব। বড় বেদনাদায়ক, বড় বলিষ্ট সে ব্যথা, কাদা যায়, কাদলেই কি সব ফিরে পাওয়া যায়, চোখ তার আপন গতিতে কিছূ জল ফেলে, মনের জল কে ফেলবে? মনের দাগ কে মুছবে? মনের আবেগ বড় অবুঝ, যতই বুঝাতে যাবে ততই তার আবেগ বাড়ে,
জীবন এর এই সন্ধিক্ষনে বিচলিত, মনে হয় সবটুকু হারিয়ে ফেলেছি, আসলেই কি হারিয়েছি, সময় সব বলে দিবে, কিন্তু এই যে সময়ের অপেক্ষা, আমার বড় দীর্ঘ মনে হয়, নিজেকে মানাতে পারি না, অপেক্ষা করতে পারি না, অপেক্ষা করার ধের্য্য পাই না, অপেক্ষার কষ্টটা বড় হতাশ করে দেয়, আমার কিছূ ভালো লাগে না, কিছু ভালো লাগে না- প্লিজ তোমরা, তুমি আমাকে সবকিছূ ফিরেয়ে দাও।
যতই ভাবি ততটাই নিজেকে ধরে রাখতে পারি না, বুকটা কষ্টে কেমন বদ্ধ বদ্ধ লাগে, হাজার হাজার ভারি জিনিস দিয়ে চাপিয়ে দেয়া আছে আমার ছোট বুকটার উপর, তার ভার সহ্য করতে আমার বেশ বেগ হতে হচ্ছে।কত যে ভারি সে যদি কাউকে দেয়া যেতো। কিন্তু সে কি আর সম্ভব, এতো আমার অর্জন, আমার প্রাপ্য, কিন্তু কত দিনে এই অর্জন ধরে রাখবো, কখনো কি বিষর্জন দিয়ে হালকা হতে পারবোনা। প্লিজ আমায় ক্ষমা করো ............আমি চাচ্ছিনা এসব কাউকে বলতে, কি করবো ................আমি যে পারছিনা। কিন্তু আমাকে পারতেই হবো, পারতেই হবে, আমার সবটুকু দিয়ে দিবো।...................

September 3, 2013 at 2:56pm
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ৮৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১১/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast