সময়ের সাথে জীবনের ভাবনা ১
মাঝে মাঝে কি যে হয় জীবনের অর্থ খুজে পাই না, কেনো যে বেচে আছি, কি আমার কাজ এই পৃথিবীতে, বুঝতে পারি না। মনে হয় শুধু শুধু জীবনের ভার বহন করে যাচ্ছি, মাঝে মাঝে ক্লান্ত লাগে এই বোঝা বহন করতে, জীবন থেকে পালাতে ইচ্ছে হয় কিন্তু পালাতে পারি না, পালিয়ে কোথায় যাবো সেই জায়গা খুজে পাই না আর কিভাবে যে পালাতে হয় তারো কোন নির্দেশনা নেই তাই প্রতিবার পালাতে গিয়ে হোচট খাই। খুব যে বেশি বয়স হয়ছে তা না কিন্তু কেমন জানি জিমিয়ে পড়ছি, টার্গেট শুন্য হয়ে পড়ছি, বেখেয়াল আর অনিয়ম ঝাপটে ধরেছে, বিবেক বলে অনিয়মটা আবার কি এতো মানুষের সৃষ্টি, তো তোমার যা ভালো লাগে তাই করো, কিন্তু পারি না অনেক দিনের নিয়মিত অভ্যাস ভেঙ্গে চলতে। কয়েকদিন চলতে পারি কিছুদিন পর হাপিয়ে উঠি, খাচা ভাঙ্গতে বড়ো ভয় লাগে, আবার পুরনো গদবাধা নিয়মের জীবন পাড় করি, অফিস ঘুম, অফিস ঘুম। কিছুদিন যেতে না যেতে আর ভালো লাগে না একগুয়ে মনে হয়, আবার অনিয়ম করি রাত জেগে থাকি, গোসল করি না, শেভ না করে সপ্তাহ পার , জিম মেরে বসে থাকি অথবা সিনেমা দেখতে থাকি একটার পর একটা, অথবা ঘুমাতেই থাকি ঘন্টার পর ঘন্টা, বিপত্তি লাগে পেটের চিন্তা, সব কিছুর ফাকে আট ঘন্টার কামলা আমাকে দিতেই হয়। কিন্তু কাজে না থাকে মনোযোগ না থাকে ক্রিয়েটিভিটি, বড় অদ্ভুত জীবন পার করে যাই, কোন রকম অফিসের সময়টা পার করে দিয়ে গুটিশুটি হয়ে শুয়ে থাকাটা খুব ভালো লাগে, কোনো গভীর চিন্তা করতে ভালো লাগে না।
কিছুদিন গেলে ভবিষ্যতের চিন্তায় আমি শংকিত হয়ে পড়ি,পরিবার,বিয়ে,ক্যারিয়ার আমাকে ভাবিয়ে তোলে এবার আরেক আক্ষেপের জীবন শুরু হয়ে যায়, খালি মনে হয় কতো সময় নষ্ট করে ফেলেছি, বন্ধুরা সবাই আমাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে। প্লানের পর প্লান, প্রতিজ্ঞার পর প্রতিজ্ঞা। নিয়মিত জীবন যাপন শুরু... সকালে উঠে ব্যায়াম, সময়মতো নাস্তা খাওয়া, অফিসের কাজে মনোযোগ, এম ফিল গবেষণার কাজ চালিয়ে যাই, সামনের বইটার জন্য লেখালেখি, জব প্রস্তুতি। কতো কি.....................
সর্বোচ্চ একমাস... এর পর গতি কমতে থাকে, আবার কেমন জানি একগুয়ে লাগে, বুঝতে পারি না কি করবো, কোথাও শান্তি পাই না, নিজেকে কেমন জানি তুচ্ছ মনে হয়, খুজে পাই না নিজের লক্ষ্য, ঘোরের মধ্যে কাটে জীবন, বাবা মা কারো কথা মনে থাকে না শুধু নিজের জীবনটাকে কোনো রকম পার করে দিতে পারলেই বাচি। সমাজের কাছে আমার কোন চাওয়া বা দেয়ার কিছু নেই। কোন স্থিরতা নেই, যেটা মনে হলো করছি, করছি এমনটা না যতদুর পারি করি। জীবনের এই ক্রমাগত পরিবর্তন আমাকে হতাশ করে ফেলে, জীবনের গভীর অর্থ খুজতে কেমন জানি বিভ্রান্ত হয়ে পড়ি, বড় অর্থহীন লাগে এই জীবন, সময়ের গতি আছে জীবনের গতি স্থির, আসলে জীবনের নাম কি এটাই ...................
November 17, 2012 at 5:36pm
কিছুদিন গেলে ভবিষ্যতের চিন্তায় আমি শংকিত হয়ে পড়ি,পরিবার,বিয়ে,ক্যারিয়ার আমাকে ভাবিয়ে তোলে এবার আরেক আক্ষেপের জীবন শুরু হয়ে যায়, খালি মনে হয় কতো সময় নষ্ট করে ফেলেছি, বন্ধুরা সবাই আমাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছে। প্লানের পর প্লান, প্রতিজ্ঞার পর প্রতিজ্ঞা। নিয়মিত জীবন যাপন শুরু... সকালে উঠে ব্যায়াম, সময়মতো নাস্তা খাওয়া, অফিসের কাজে মনোযোগ, এম ফিল গবেষণার কাজ চালিয়ে যাই, সামনের বইটার জন্য লেখালেখি, জব প্রস্তুতি। কতো কি.....................
সর্বোচ্চ একমাস... এর পর গতি কমতে থাকে, আবার কেমন জানি একগুয়ে লাগে, বুঝতে পারি না কি করবো, কোথাও শান্তি পাই না, নিজেকে কেমন জানি তুচ্ছ মনে হয়, খুজে পাই না নিজের লক্ষ্য, ঘোরের মধ্যে কাটে জীবন, বাবা মা কারো কথা মনে থাকে না শুধু নিজের জীবনটাকে কোনো রকম পার করে দিতে পারলেই বাচি। সমাজের কাছে আমার কোন চাওয়া বা দেয়ার কিছু নেই। কোন স্থিরতা নেই, যেটা মনে হলো করছি, করছি এমনটা না যতদুর পারি করি। জীবনের এই ক্রমাগত পরিবর্তন আমাকে হতাশ করে ফেলে, জীবনের গভীর অর্থ খুজতে কেমন জানি বিভ্রান্ত হয়ে পড়ি, বড় অর্থহীন লাগে এই জীবন, সময়ের গতি আছে জীবনের গতি স্থির, আসলে জীবনের নাম কি এটাই ...................
November 17, 2012 at 5:36pm
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাখাল ১২/১১/২০১৩আপনার এই লেখাটা মোট কয়টা পর্বের, শেষ হলে মনে আপনাকে আমি কিছুটা সার্পোট দিতে পারবো মনে হয়। যদি আমার বিদ্যার জোর বেশী নয় ।
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৫/১১/২০১৩ভাই আপনার প্রথম লেখা পড়লাম আজ।কি বলব? আপনার অনেক কিছুই আমার সাথে মিলে গেছে।শুধুমাত্র অনিয়ম করা ছাড়া।আমার সবকিছুই নিয়ম মেনে হয়।কিন্তু যে হতাশার কথা বললেন বা একগুঁয়েমি।ঐসব আমার মাঝেও আছে।মাঝে মাঝে কেমন হয়ে যায়।পরিচিত কিছুই ভালো না।প্রেম ভালবাসা কিছুই না।আপনি তো বললেন না বিবাহিত কিনা। কিন্তু বিবাহিত বলে তো মনে হলো না।একটা বিয়ে করেন।তাহলেই জীবন কে বুঝতে পারবেন।আর আজেবাজে বিভিন্ন ঝামেলা আসবে না।মনে প্রশান্তি পাবেন।
-
জহির রহমান ০৫/১১/২০১৩কি বলবো ঠিক বুঝতে পারছিনা...