আয়োজন
জীবনের হাটে/
সব লেনা-দেনা/
করে সমাপন/
একদিন চলে যাব/
যাবইতো চলে/
তবু কেন এত আয়োজন?/
কত কত ভালোবাসা/
কত শত আশা/
ছড়িয়ে ছিটিয়ে আছে/
কত প্রিয়জন/
শ্রাবণ গগণ ঘিরে/
ঘন মেঘ ঘুরে ফিরে /
পাড়ি দিতে চাই যদি /
বিক্ষুব্ধ নদী /
তখন পাব না খুঁজে/
কোন প্রিয়জন/
এত ভালোবাসা/
দেখি নিষ্প্রয়োজন/
নন্দন কাননে আজ/
নানা ফুল ফোটে /
মুখরিত হয় তা/
ভ্রমরের গানে/
কত হরিণী চোখ /
দোলা দিয়ে যায়/
ক্ষণিকের তরে/
আর কত কত /
প্রসূনের রং/
ভুলতে পারি না/
কোন মতে/
জীবনের হাটে/
সব লেনা-দেনা/
করে সমাপন /
একদিন চলে যাব/
এত মায়া ছেড়ে/
তবু, কেন এত আয়োজন?।।
সব লেনা-দেনা/
করে সমাপন/
একদিন চলে যাব/
যাবইতো চলে/
তবু কেন এত আয়োজন?/
কত কত ভালোবাসা/
কত শত আশা/
ছড়িয়ে ছিটিয়ে আছে/
কত প্রিয়জন/
শ্রাবণ গগণ ঘিরে/
ঘন মেঘ ঘুরে ফিরে /
পাড়ি দিতে চাই যদি /
বিক্ষুব্ধ নদী /
তখন পাব না খুঁজে/
কোন প্রিয়জন/
এত ভালোবাসা/
দেখি নিষ্প্রয়োজন/
নন্দন কাননে আজ/
নানা ফুল ফোটে /
মুখরিত হয় তা/
ভ্রমরের গানে/
কত হরিণী চোখ /
দোলা দিয়ে যায়/
ক্ষণিকের তরে/
আর কত কত /
প্রসূনের রং/
ভুলতে পারি না/
কোন মতে/
জীবনের হাটে/
সব লেনা-দেনা/
করে সমাপন /
একদিন চলে যাব/
এত মায়া ছেড়ে/
তবু, কেন এত আয়োজন?।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২০/০৩/২০২২দারুন
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০২/০২/২০২২মিথ্যা সব তবুও বাধ্য হয়েই করতে হয় কত আয়োজন।
-
ফয়জুল মহী ০২/০২/২০২২ছোট্ট একটা লেখা কিন্ত বিশাল অর্থবোধক। মায়াময় লেখা প্লাস (+) অবশ্যই ।