www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সে সব সোনালি দিনের মাঝিরা

অনেক আসা আর যাওয়ার মাঝে / খসে গেছে বহু তারা/ ডুবে গেছে মদীনার চাঁদ / আর পড়ে গেছে গুলিস্তাঁ ও বোস্তার কদর/ অনেক আসা-যাওয়া চলছেই, চলবে/ আসবেনা কেউ আর ওমর, আলী ও ওসমানের মতো/  যারা শিলাদৃঢ় আবলুস হয়ে প্রচার করতো ইসলামি সত্য/  যাদের যাদু হাতের  ছোঁয়ায় / নাকাল হতো সব শয়তানি অস্ত্র / আর কায়েম হতো ইসলামি হুকুমত/ এখন কমল বনে/ কমল ফুটে না আর/ মূর্খ ও ভণ্ডেরা যে দখল করেছে সব/ ভেঙ্গেছে হাল/ তাই সব মাঝি বেখবর।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০১/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • তালাল উদ্দিন ০৩/০২/২০২২
    আবলুস (ইংরেজি নাম ebony): একধরনের কাষ্টল গাছ। এর কাঠের রঙ কালো। আবলুস কাঠের ঘনত্ব জলের থেকেও বেশি। তাই জলে ডুবে যায়। জলে ডুবে যায় এরকম কাঠের সংখ্যা খুব বেশি নেই। এই কাঠের গঠনবিন্যাস সূক্ষ্ম এবং মসৃন ভাবে পলিশ করা সম্ভব বলে অলঙ্কারিক কাজে এই কাঠের ব্যবহার রয়েছে।
  • তালাল উদ্দিন ১৯/০১/২০২২
    কবি শেখ সাদি বহু বছর আগে বলে গিয়েছেন, আদম সন্তান সবাই এক দেহের বিভিন্ন অঙ্গের মতো, যেহেতু সবাই একই উপাদান থেকে তৈরি।

    শেখ সাদির ‘গুলিস্তাঁ’ গ্রন্থে উদ্ধৃত এই কবিতাটির মূল ফার্সি পাঠ হলো—

    بنى آدم اعضای یک پیکرند٭٭٭ که در آفرینش ز یک گوهرند

    چو عضوى به درد آورد روزگار٭٭٭ دگر عضوها را نماند قرار

    تو کز محنت دیگران بیغمی ٭٭٭ نشاید که نامت نهند آدمی
  • জীবনে ফিরে আসুক হারানো দিনগুলি বারে বার।
  • খুব সুন্দর অনুভূতির প্রকাশ করেছেন। ধন্যবাদ রইল।
 
Quantcast