আমার কথা
আমি কোন কালোত্তীর্ণ মানুষ নই/ যেমন ঈসা কিংবা মুসা/ আট দশটা মানুষের মতো/ আমারো আছে কিছু সস্তা আবেগ/ এবং হিসাবের খেরোখাতা/ ঝড়-ঝাপটা আসলে/ প্রথমেই নিরাপদ আশ্রয় খুঁজি/ বৃষ্টিতে ভিজে আর রোমান্টিক হইনা/ বিষাদে বিষাদে/ তিলে তিলে ক্ষয়ে যায় প্রাণ/ তবু, কখনো বলা হয়না/ রে বিহঙ্গ, রে বিহঙ্গ/ মুক্ত করো ডানা।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৯/০১/২০২২খুব সুন্দর অনুভূতির প্রকাশ।
-
বোরহানুল ইসলাম লিটন ০৬/০৩/২০২১সুন্দর কাব্যিকতা।
-
ফয়জুল মহী ০৫/০৩/২০২১ভালো লাগলো লেখাটি