অস্ত্র ধরিনি ধরেছি কলম
অস্ত্র ধরিনি ধরেছি পরিবর্তনের
কলম সভ্যতার নতুন স্রোত আনতে।
উষ্ণ বুলেটের গায়ে লিখে দিয়াছে
রক্ত ছোঁয়ায় মুসাফিরের ঘুম ভাঙ্গাতে।
বারুদের ঘ্রাণে যাদের প্রতিটা প্রহর কাটে আজ;
তারাও ছিল অশ্বের পিঠে দাপটে উপবেশন।
তাদের কবল ছুঁয়ে আজ গড়ায় বেদনার অশ্রু
জল, মুখে প্রস্থর বাধা হারায়ে সিংহাসন।
আজ আমি অস্ত্রটাকে ফেলে দিয়ে তিক্ষন
করেছি বুক পকেটে রাখা কালো কালির কলম।
ক্ষিপ্রতা দমিয়ে বিশৃঙ্খল জীবনকে করে নিয়েছি
আপন ; সাদা কাগজে রাগ ঢেলে এ জনম।
কেন জানি সাদা কাগজটা মলিন হয়ে গেছে
কলমের তিক্ষন লেখনীর ক্ষিপ্রতায়।
তবু উজ্জ্বলতার প্রতিচ্ছবি দেখতে পাই কাগজের
বুকে ; যেমন রূপালী চাদ জোছনায়।
আমি চাইনা স্টেনগান-মর্টার হাতে নিতে; তাতে
লাশ হয়ে ঝড়ে পরবে হাজারো মানুষের সাড়ি।
আজ আমি তার বুকে বুলাট চালাবো কাল সে
আমার বুকে, এ হলে কভু টানবেনা অশান্তির দাড়ি।
অস্ত্র দিয়ে শোষণ করা যায় শাসনের নামে
লক্ষ লক্ষ হিংস্র উষ্ণ বুলেটের সমুখে।
হয়তো কোনদিন বুলেট ফুরিয়ে স্টেনগান থেমে
যাবে তবু কলম চলবে অবিরাম তার বিমুখে।
আমার হৃদ-যন্ত্র থামিয়ে দিয়ে থামাতে
পারবে আমার তিক্ষন স্বাধীনচেতা কলম।
কিন্তু সহস্রাধিক কলম ক্লান্তহীন হয়ে
চলবে ; দূরে ঠেলে তোমাদের আলম।
কলম সভ্যতার নতুন স্রোত আনতে।
উষ্ণ বুলেটের গায়ে লিখে দিয়াছে
রক্ত ছোঁয়ায় মুসাফিরের ঘুম ভাঙ্গাতে।
বারুদের ঘ্রাণে যাদের প্রতিটা প্রহর কাটে আজ;
তারাও ছিল অশ্বের পিঠে দাপটে উপবেশন।
তাদের কবল ছুঁয়ে আজ গড়ায় বেদনার অশ্রু
জল, মুখে প্রস্থর বাধা হারায়ে সিংহাসন।
আজ আমি অস্ত্রটাকে ফেলে দিয়ে তিক্ষন
করেছি বুক পকেটে রাখা কালো কালির কলম।
ক্ষিপ্রতা দমিয়ে বিশৃঙ্খল জীবনকে করে নিয়েছি
আপন ; সাদা কাগজে রাগ ঢেলে এ জনম।
কেন জানি সাদা কাগজটা মলিন হয়ে গেছে
কলমের তিক্ষন লেখনীর ক্ষিপ্রতায়।
তবু উজ্জ্বলতার প্রতিচ্ছবি দেখতে পাই কাগজের
বুকে ; যেমন রূপালী চাদ জোছনায়।
আমি চাইনা স্টেনগান-মর্টার হাতে নিতে; তাতে
লাশ হয়ে ঝড়ে পরবে হাজারো মানুষের সাড়ি।
আজ আমি তার বুকে বুলাট চালাবো কাল সে
আমার বুকে, এ হলে কভু টানবেনা অশান্তির দাড়ি।
অস্ত্র দিয়ে শোষণ করা যায় শাসনের নামে
লক্ষ লক্ষ হিংস্র উষ্ণ বুলেটের সমুখে।
হয়তো কোনদিন বুলেট ফুরিয়ে স্টেনগান থেমে
যাবে তবু কলম চলবে অবিরাম তার বিমুখে।
আমার হৃদ-যন্ত্র থামিয়ে দিয়ে থামাতে
পারবে আমার তিক্ষন স্বাধীনচেতা কলম।
কিন্তু সহস্রাধিক কলম ক্লান্তহীন হয়ে
চলবে ; দূরে ঠেলে তোমাদের আলম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শমসের শেখ ৩১/১২/২০১৬কবিতার ভাব কবি যথেষ্ট তুলে ধরেছেন ধন্যবাদ কবি।
-
রাবেয়া মৌসুমী ৩১/১২/২০১৬সুন্দর!