www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার অনুগমন

অনুজ্জ্বল দূর তারার মত তুমি জ্বলে উঠ সিমাহীন গগনে,
পাহাড়ের জলপ্রপাত অকপটে ছুটছে তোমার অনুগমনে।
.
অলস হৃদয় অধীর আকাঙ্খা নিয়ে গুনে চলছে প্রতিটি প্রহর,
করবে কি এ হৃদয়ে তোমার হৃদয়তন্ত্রী নৌকার নোঙর!
.
বসুন্ধরার বুকে পাখা মেলে সুন্দর বিহঙ্গটি যেমন উড়ে,
কল্পনার রঙিন ক্যানভাসে তোমার শোভা তেমনি ঘুরে!
.
রাতের মায়ায় শশীআলো পরেনা তোমার অঙ্গে নিষ্প্রভ বলে,
অবতরণিকায় যবনিকাপাত করেছ মোর লাজুক ভালোবাসার ছলে!
.
রাজনন্দিনীর কেশের ন্যায় দক্ষিণা হাওয়ায় এলোমেলো হয়ে উড়ছে তোমার কেশ,
তোমার অবজ্ঞায় ভালোবাসা বাড়ছে প্রবল, আর একটু একটু ভুলছি ক্লেশ!
.
ছেলে কান্নার মত দিবা রজনী তোমার অপেক্ষায় করেছি কত অশ্রুপাত,
কত বসন্ত কেটেছে অঘোরে, নিত্য নতুন ফের এসেছে প্রভাত!
.
তুমি অলির মত উড়েছ আর করেছ শত ফুলের মধু আহরণ,
যাবেই যদি চলে তবে কেনো লিপ্সা নিয়ে শুভ্র মনে করেছিলে আগমন!
.
হৃদয়ের রক্তক্ষরন তুমি হীনা নিরবে হয়েছে কত বার,
জন্মাবেনা আর ভালোবাসা, রুদ্ধ হয়েছে মনের দার!
.
তোমার মমতার জাল ঝেড়েফেলে মুক্ত হতে চাই এ টান থেকে,
আমি এগুতে চাই রবির মত পিছনে ফেলে ঘোর আধারের রেখা!
.
ভালোবাসার স্ফুলিঙ্গে দাহন হয়েছি কত শত কাল,
হৃদয়ে অজস্র তীর বিধেছে, তবুও কখনো ধরিনি ঢাল!
.
পিঠে যখন দেয়াল ঠেকেছে :হয়নি ভালোবাসার উপায়ান্তর,
তখনি শুধু পিছু হয়েছি আর ভালোবাসা হয়েছে অবান্তর!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৬/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast