এক প্রভাতে
শীত যেন যায় যায় অমনি এক প্রভাতে,
দেখা হলো তোমার সাথে প্রথম আমার।
বসন্তের আগমনী বার্তায় ভরে গেছে পল্লব,
বাতায়নে মৃদু হাওয়া জড়িয়েছে তোমার।
এ শীতে মাড়াইনি কোনো ভেজা দূর্বা ঘাস,
আমাদের পুকুরের হংসমিথুনের খেলা।
আনমনে ব্যস্ততার ঘুরে কাটছে সময়,
তুমি আসলে অধীর এই গৌধুলি বেলা।
উষ্ণতার স্পর্শে সিক্ত তোমার পাজর,
আমার কপল চুয়ে যায় তোমার ভালবাসা।
নিরবে যতনে অদেখায় বুনেছ যত স্বপ্ন,
জীবন তরীতে ভাসাব আমাদের শত আশা।
দেখা হলো তোমার সাথে প্রথম আমার।
বসন্তের আগমনী বার্তায় ভরে গেছে পল্লব,
বাতায়নে মৃদু হাওয়া জড়িয়েছে তোমার।
এ শীতে মাড়াইনি কোনো ভেজা দূর্বা ঘাস,
আমাদের পুকুরের হংসমিথুনের খেলা।
আনমনে ব্যস্ততার ঘুরে কাটছে সময়,
তুমি আসলে অধীর এই গৌধুলি বেলা।
উষ্ণতার স্পর্শে সিক্ত তোমার পাজর,
আমার কপল চুয়ে যায় তোমার ভালবাসা।
নিরবে যতনে অদেখায় বুনেছ যত স্বপ্ন,
জীবন তরীতে ভাসাব আমাদের শত আশা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেদওয়ান আহমেদ বর্ণ ১৮/০৭/২০২১অসাধারণ লিখেছেন
-
আলমগীর সরকার লিটন ১৯/০২/২০২০অসাধারণ---------
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০২/২০২০ভালোলাগা রইলো।
কিন্তু নিয়মিত দেখি না কেন? -
ফয়জুল মহী ১৮/০২/২০২০অসামান্য ভাবনা নান্দনিক লেখনী ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৮/০২/২০২০খুব সুন্দর হয়েছে
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৮/০২/২০২০সুন্দর