বুক পকেটে
আমি তো দেখি নি তার বুক পকেটে থাকা চিরকুট,
যেথায় লিখা আছে কিনা আমায় নিবেদিত প্রেম পত্র।
সে কেবলি অচেনা ভালবাসায় ভালবেসেছে,
ভাল লাগার স্পর্শ অনুভূবে দোলা দেয় যত্র তত্র।
তার কথার ডেউ ভাসে কলতানে মধুর সুরে কানে,
পত্র পল্লবে যায় দোলা দিয়ে সে শিহরণে মনে।
অভিমানী চোখের পলকে খুঁজে ভালবাসা পবনে,
অধর চুয়ে তার স্পর্শ আলোকিত করে এ জীবনে।
যেথায় লিখা আছে কিনা আমায় নিবেদিত প্রেম পত্র।
সে কেবলি অচেনা ভালবাসায় ভালবেসেছে,
ভাল লাগার স্পর্শ অনুভূবে দোলা দেয় যত্র তত্র।
তার কথার ডেউ ভাসে কলতানে মধুর সুরে কানে,
পত্র পল্লবে যায় দোলা দিয়ে সে শিহরণে মনে।
অভিমানী চোখের পলকে খুঁজে ভালবাসা পবনে,
অধর চুয়ে তার স্পর্শ আলোকিত করে এ জীবনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আমীন রুহুল ০৮/০১/২০২০বেশ লিখেছেন
-
পি পি আলী আকবর ০৮/০১/২০২০সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৮/০১/২০২০নাইস এন্ড বিউটিফুল
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০১/২০২০ভালো লাগলো।