www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেমের রাজ্য

আমি প্রেমে পড়ি কবিতার রোজ বসন্তে,
সকাল সন্ধ্যায় বইয়ে প্রেমের উত্তাপ।
তুমি ভাব আর নাই ভাব এ প্রেম অনন্ত,
ছাড়িয়ে দূর চড়াই-উতরাই সকল ছাপ।
কখনো আমার প্রেমে লিখেছ কি কবিতা?
নির্ঘুম রাত্রের প্রহরে লাল চোখের জলে।
কোনো এককালে ভাল লাগার অনুভূতি গুলো,
খসে পড়েছে নাকি ব্যস্ত নগরের পাথরের দেয়ালে।
ভাল আছ ভাল থাকবে এই ভেবে রোজ,
করনি আমার মনের খুঁজ তাই প্রেম হল ত্রিভুজ।
চেনা এই শহরে হতো চলেছি কত অচেনা হয়ে,
পাশাপাশি তবু ভাব নি পড়েছে হৃদয়ে ভাঁজ।
আমি রোজ নিত্য নতুন প্রেমে পড়ি তার,
প্রেমের তুলিতে অলংকারে পড়ি ভালবাসার হাড়।
যেখানে পুড়ে হয় সব মনের চারকার দিগন্ত,
সেথায় গড়বে আবার একটা নতুন প্রেমের দ্বার।
কেবলি ভালবাসার উষ্ণ স্পর্শে তরংঙ্গ দুয়ারে,
উঠে জেগে থাকা স্বপ্নেরা জগৎ ধর্ম জুড়িয়ে।
আমি শুধু তারে মুগ্ধ নয়নে চেয়ে দেখে যাই বারবার,
একি কবিতার অদ্ভুত প্রেমের রাজ্য আমাদের নিয়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অতি রোমান্টিক কবিতা ।
  • ভালো লাগলো।
  • ভালো
  • চমৎকার হয়েছে।
  • ফয়জুল মহী ৩০/১২/২০১৯
    নান্দনিক লিখনশৈলি ।
  • চমৎকার
  • sudipta chowdhury ২৯/১২/২০১৯
    Human beings travel in the love world in every second, every moment. Without love there is no existence of human heartbeat; breathing and soul.
 
Quantcast